আজ শিক্ষক দিবস,এই সেপ্টেম্বরের পাঁচ তারিখ শিক্ষক দিবস পালনের সাথে জড়িত ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লির নাম| আজ রাধাকৃষ্ণণ এর জন্মদিন|
শোনা যায়, তাঁর কিছু প্রিয় ছাত্র ও অধ্যাপক বন্ধুবান্ধব, তাঁর জন্মদিন পালন করতে আগ্রহান্বিত হলে—রাধাকৃষ্ণণ তাঁদের বলেছিলেন,‘‘আমার জন্মদিন পৃথক ভাবে পালন না করে আমি গর্বিত হব, দিনটি যদি দেশের সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয়।’’ সেই পথ চলা শুরু, আজও চলছে পরম্পরা|
বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলে
গেছিলেন—‘‘যাঁরা শিশুদের শিক্ষাদানে ব্রতী তাঁরা অবিভাবকদের থেকেও অধিক সম্মাননীয়। পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করেন|আজকের দিনটা আমাদের দেশে পালিত হয় সেই মহান শিক্ষকদের শ্রদ্বা জানানোর দিন হিসেবে|
পরিসংখ্যান বলছে, বিশ্বের সর্বমোট ১৯টি দেশে অক্টোবর মাসের ৫ তারিখ ‘টিচার্স ডে’ পালিত হয়।বিশ্বের অধিকাংশ দেশেই ৫ অক্টোবর, ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। UNICEF থেকেও, ৫ অক্টোবর দিনটিই ‘বিশ্ব শিক্ষক দিবসের’ স্বীকৃতি দেওয়া হয়েছে|
শিক্ষক মানেই যে কোনো ব্যাক্তি বা পদাধিকারী হতে হবে তার কোনো মানে নেই,পরিবার, বন্ধু, জীবন, কোনো মনীষী বা প্রকৃতিও শিক্ষক হতে পারে, যেমন আমার কাছে ভারতের ঋষিরা ও স্বামীজী এবং ঠাকুর শিক্ষক স্থানীয়|
আজ আমার সব শিক্ষক ও অভিভাবক কে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ও প্রনাম|