গণেশ চতুর্থীর শুভেচ্ছা

179

আজ পঞ্জীকা মতে গণেশ চতুর্থী|দেশ শুধু নয়
সারা বিশ্বের সনাতন ধর্মীদের কাছে আজ আনন্দের দিন কারন গণেশ চতুর্থী মূলত গনেশের জন্ম তিথি,পৌরাণিক বিশ্বাস অনুসারে, বিঘ্নহর্তা শ্রী গণেশ ভাদ্রপদ শুক্ল চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিন গণেশ চতুর্থী এই পবিত্র তিথিতে প্রভু গজানন কৈলাস পর্বত থেকে মর্তে পা রাখেন।তার ভক্ত দের অভাব অভিযোগ শোনেন ও তাদের প্রার্থনায় সাড়া দিয়ে তাদের মনোস্কামনা পূর্ন করেন|

গণেশ চতুর্থী মানেই ধরাধামে গণপতির আবির্ভাব তিথি আর এই পুণ্য তিথিতে প্রভু সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ ও স্বস্তি, সাফল্য ও সমৃদ্ধি, মহারাষ্ট্রে গণেশ চতুর্থী অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব।তবে ইদানিং বাংলাতেও গণেশ পুজো বেশ জনপ্রিয়তা পেয়েছে|

প্রভু গণেশ নতুন কিছু শুরু করার দেবতা। কোনও বিপদ ছাড়াই নতুন কাজে সফল হতে হলে প্রভু গণেশের কছে প্রার্থনা করতে হয়। এই কারণেই তাঁর অপর নাম বিঘ্নহর্তা সকল বাঁধা ও বিঘ্ন তিনি হরণ করেন ও শুভ ফল লাভ হয় তার কৃপায় ও আশীর্বাদে|

আজ গজানন আপনার গৃহের সবচাইতে সম্মানিত অতিথি। তাই তাঁকে রাজার মতোই খাতির করুন, তা সে জল দিয়ে হোক বা প্রসাদ দিয়ে বা তার প্ৰিয় মোদক দিয়ে, যারা সারা বছর নিয়মিত গণেশ পুজো করেন তারা যে খাদ্যবস্তুই তৈরি করুন না কেন তাঁকে আগে নিবেদন করুন।

আমাদের বাস্তু শাস্ত্র মতে বাড়িতে গণেশ মূর্তি রাখা অত্যান্ত শুভ গণেশ ব্রহ্মস্থানে বা পূর্ব অথবা উত্তর-পূর্ব কোণে রাখুন । বাড়ির দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম কোণে গণেশ মূর্তি রাখবেন না।শিব পার্বতী সহ শিশু গণেশ মূর্তি রাখাও বিশেষ ভাবে শুভ|

আজ ভক্তি সহকারে সিদ্ধিদাতা গণেশ কে ডাকুন তার কাছে নিজের মনোস্কামনা জানান|সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here