আগামী 26 আগস্ট কৌশিকী অমাবস্যা|তার আগে আজ আসুন জেনে নিই দেবী কৌশিকী সম্পর্কে কোন পুরানে কি বলা আছে|
দেবী ভাগবত পুরাণের শুরুতে দেবী ‘কৌশিকী’ উল্লেখিত হয়েছেন|দেবী ভাগবত পুরাণ দেবী কৌশিকীকে দেবী পার্বতীর দেহ থেকে নির্গত শক্তি হিসাবে বর্ণনা করেছে এবং তার মহিমা বর্ণিত আছে|
শিব পুরান অনুসারে শিব দেবী পার্বতীকে তার কালো ত্বকের জন্য উপহাস করার পরে, তিনি ফর্সা বর্ণ পাওয়ার জন্য তার তপস্যা শুরু করেন।তিনি শেষ পর্যন্ত তার কালো চামড়া ঝেড়ে ফেলেন এবং যেখান থেকে তিনি দেবী কৌশিকী আবির্ভূতা হন|
স্কন্দপুরাণের দেবীমাহাত্ম্যম অনুসারে দেবী কৌশিকী দেবী পার্বতীর দেহের আবরণ বা দেহকোশ থেকে আবির্ভূত হয়েছিলেন সুম্ভ ও নিসুম্ভ রাক্ষসকে হত্যা করার জন্য।
আগামী 26 শে আগস্ট আসন্ন কৌশিকী অমাবস্যায় মুক্তেশ্বরী মায়ের মন্দিরে হবে বিশেষ পুজো মহাযজ্ঞ ও গ্রহ দোষ খণ্ডন|আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|