জন্মাষ্টমীর শুভেচ্ছা

167


আজ জন্মাষ্টমী যা শ্রী কৃষ্ণের জন্ম তিথি রূপে সারা বিশ্বে পালিত হচ্ছে মহা সমারোহে|অষ্টমী তিথির গুরুত্ব পাওয়া নিয়ে পুরানে নানারকম গল্প চালু আছে সারা দেশেই।তার মধ্যে একটি পৌরাণিক ব্যাখ্যা সর্বাধিক জনপ্রিয়|


প্রতিটি তিথি একটি করে দেবতা স্বরূপ|নিজেকে অবহেলিত মনে করে একবার অষ্টমী তিথির খুব অভিমান হল। তাই অষ্টমী তিথি সিদ্ধান্ত নিল, ভগবান বিষ্ণুর কাছে অভিযোগ জানাবেন। সেই মতো ভগবান বিষ্ণুর কাছে অষ্টমী তিথি অভিযোগ জানালেন। আর বললেন, মর্ত্যে সব তিথি যে ভাবে মর্যাদা এবং কৌলীন্য পায়, তিনিও সমান ভাবে তাই পেতে চান। তিনি আরও বললেন, তার নামে উৎসব যেন জমকালো উৎসবের আকারে  হয়।


তখন বিষ্ণূ সিদ্ধান্ত নিলেন, এ বার এই অবহেলিত তিথিকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে মর্ত্যে তিনি নিজে অষ্টম বার অবতার হিসেবে জন্ম নেবেন। পরবর্তীতে অষ্টম অবতার রূপে জন্মাষ্টমী তিথিতে জন্ম গ্রহন করেন বিষ্ণু|


শাস্ত্র মতে শ্রী কৃষ্ণ কোনো অবতার নয় তিনি স্বয়ং ভগবান|একাধারে বীর যোদ্ধা আবার পরম দয়ালু তিনি দ্বারকাধীশ আবার অর্জুনের রথের সারথি|সত্য ও ধর্ম পুন্ প্রতিষ্ঠায় তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন ও উদ্ধার করবেন সব পাপ ও অশুভ শক্তি থেকে|
জন্মাষ্টমী উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here