স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

151



আজ ভারতের পঁচাত্তর তম স্বাধীনতা দিবস|
১৫ অগস্ট, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল।প্রথমেই আপনাদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা|


রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরাগী আমি গর্বিত যে আমার সংঘ এবং সংঘ জননী ছিলেন বহু বিপ্লবীর আদৰ্শ ও অনুপ্রেরনা|এই প্রসঙ্গে সিস্টার নিবেদিতা লেখা থেকে জানা যায় ‘সকল মহান জাতীয়তাবাদীই শ্রীশ্রী মার চরণ স্পর্শ করে যেতেন।


পরবর্তীতে স্বামী সারদানন্দ কাউকে ফিরিয়ে দিতেন না। যদিও তিনি জানতেন এটা খুবই ঝুঁকির কাজ হয়ে যাচ্ছে’। ১৯০৯ সালের ২২ জুলাই মিস ম্যাকলাউডকে নিবেদিতা লিখছেন, ‘সব দলগুলিই ঐক্যবদ্ধ হইয়া বলিতেছে, রামকৃষ্ণ-বিবেকানন্দের নিকট হইতে নূতন প্রেরণা আসিতেছে। কারাগার হইতে মুক্তিলাভ করিয়া দলে দলে সকলে শ্রী মাকে প্রণাম করিয়া যাইতেছে’।
বিশেষ করে উল্লেখ করা যায় ১৯০৯ সালে, বিশেষ করে আলিপুর বোমা মামলার রায় প্রকাশের পরে বাগবাজারে মায়ের বাড়িতে যেন বিপ্লবীদের ঢল নেমেছিল। সবাই মায়ের আশীর্বাদ চান। তখনই নিবেদিতা সারদামণিকে বলেছিলেন, ‘‘মা, ঠাকুর বলেছিলেন, কালে আপনি বহু সন্তান লাভ করবেন। মনে হয় তার সময় অতি নিকট। সমগ্র ভারতবর্ষই আপনার সন্তান।’’
মা সরদার জয়, ঠাকুর রামকৃষ্ণর জয়|জয় হিন্দ|বন্দে মাতারাম|ভালো থাকুন স্বাধীনতা দিবস পালন করুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here