শ্রাবন মাস ও বাস্তু দোষ নিবারন

165

আমরা জ্যোতিষী ও বাস্তুবিদরা শ্রাবন মাসে শিব পুজো ও নানা রকম উপাচার এর কথা বলে থাকি যার কারন এই মাসে নেয়া প্রতিকার অনেক বেশি প্রভাবশালী হয়|আজ আপনাদের কয়েকটি শাস্ত্রীয় উপাচারের কথা বলবো যা বাস্তু শাস্ত্র অনুসারে খুব গুরুত্বপূর্ণ|

বাড়ির পূর্ব দিকে অর্ধনারীশ্বরের ছবি লাগালে বিশেষ লাভ অর্জন করা যায়। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। আবার সন্তান সুখে বঞ্চিত দম্পতিদেরও মনস্কামনা পূর্ণ হয়।শ্রাবণ মাসে শিবের অর্ধনারীশ্বর রূপের পুজো করা সবচেয়ে শুভ মনে করা হয়।

শ্রাবণ মাসে বাড়ির উত্তর দিকে জল স্রোত স্থাপন করলে তা আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফল প্রদান করবে। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে। তাই শ্রাবন মাসে বাড়িতে কৃত্রিম ফোয়ারা লাগাতে পারেন।

শ্রাবন মাসে মানি প্লান্ট লাগাতে পারেন। শ্রাবণ মাসে উত্তর দিকে মানি প্লান্ট লাগিয়ে পরিবারের জন্য সুখ-সমৃদ্ধি লাভ করতে পারেন। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে মানি প্লান্ট লাগানো অত্যান্ত শুভ|বাড়িতে মানি প্লান্ট এর পাশাপাশি তুলসী গাছ ও লাগতে পারেন|

শ্রাবন মাসে গৃহে শিব লিঙ্গ থাকলে গঙ্গা জল দিয়ে নিয়মিত অভিষেক করুন ও গৃহে চার পাশে গঙ্গাজল ছড়িয়ে দিতে পারেন|বাড়িতে প্রধান দরজায় এই মাসে রুদ্রাক্ষ স্থাপন করলেও বাস্তু দোষ থেকে দূরে থাকবেন|

পড়তে থাকুন|বিশদে জানতে বা জ্যোতিষ পরামর্শ পেতে যোগাযোগ করুন|ভালো থাকুন|নমস্কার|