শুভ রাখি বন্ধন

141

পঞ্জিকা অনুসারে রাধা কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়।আজকের দিনে ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে দেন।

যদিও রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন অনুষ্ঠান কোনো
বিশেষ সম্পর্কর মধ্যে সীমাবদ্ধ নয়|কখনো সাম্প্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে কখনো আবার বন্ধুত্বর অটুট বন্ধনকে আরো দৃঢ় করতে রাখি বন্ধন পালিত হয়|

বাংলার রাজনৈতিক অঙ্গনেও রাখি পূর্ণিমার আলাদা তাৎপর্য আছে|বঙ্গভঙ্গের পটভূমিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন।

আবার মহাভারত অনুসারে মহাভারতে বর্ণিত, এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন যা কার্যত রাখি বন্ধন বলাই যায়|পরবর্তীতে ভাই হিসাবে কৃষ্ণ তার বোন দ্রৌপদীর সন্মান রক্ষা করে ছিলেন|

আজ সব ভাই বোনেদের জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|