দেশে বিদেশে ছড়িয়ে থাকা মা মুক্তেশ্বরী মন্দিরের ভক্ত ও অনুরাগীরা মুক্তেশ্বরী ব্রতর কথা জানেন, তবে প্রতিদিনই বহু মানুষ যুক্ত হচ্ছেন এই আধ্যাত্মিক কর্মকান্ডের সাথে তাদের জন্যে আজ মুক্তেশ্বরী মায়ের ব্রত কথা সহজ সরল ভাবে এখানে উপস্থাপন করা প্রয়োজন|
মুক্তেশ্বরী মায়ের ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু আলাদা। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। এই পুজো সাধারণত যেকোনো মঙ্গলবার এবং শনিবার হয়ে থাকে ও প্রতি অমাবস্যার সময় পালন করা হয়। এই ব্রত থেকে মহিলারা যাতে বঞ্চিত না হন সেই কারণে এই ব্রত দু’দিন পালন করা হয়। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে সংসারের মঙ্গল হয়।
মুক্তেশ্বরী ব্রত পালন করতে সাতটি ফল, সাতটি ফুল, সাতটি সুপারি এবং সাত রকম নৈবেদ্য প্রয়োজন হয়।এই ব্রত পালন করার দিন চালের কোনও খাবার খাওয়া যাবে না। যেমন ভাত, চিড়ে, মুড়ি প্রভৃতি।এই দিন মহিলাদের অবশ্যই আলতা, সিঁদুর পরতে হবে।এই ব্রতে হলুদ সুতোয় সাতটি গিট বাঁধতে হয় এবং সেই সুতোয় সাতটি দুর্বা বেঁধে দিতে হয়।এই দিন বাড়ির অন্য সদস্যরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন।ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটাও সাতটি খেতে হবে।
আরো কিছু বিশেষ উপাচার আছে যা ব্যাক্তিগত ভাবে প্রত্যেক ভক্ত ও অনুরাগীকে যথা সময়ে বলা হয়ে থাকে|আপনারাও যেকোনো বিশেষ তিথিতে পুজো বা গ্রহ দোষ খণ্ডন অনুষ্ঠানে যোগদান করতে পারেন|প্রেম, চাকরি, বিবাহ ব্যাবসা ও শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানে বিশেষ পরামর্শ ও প্রতিকারের সুব্যবস্থা করা হয় প্রতিটি বিশেষ তিথিতে|আজ অবধি অসংখ্য মানুষ উপকৃত হয়েছে |বিশদে জানতে উল্লেখিত নাম্বারে ফোন করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|