আধ্যাত্বিক ভাবে একটি গুরুত্বপূর্ণ সময় এই শ্রাবন মাস|শাস্ত্রে আছে এই মাসে শিব কথা শ্রবণ করলেও পুন্য হয়|এমকন কি এই শ্রবণ থেকেই শ্রাবন মাসের নামকরণ|আবার জ্যোতিষ শাস্ত্র মতে শ্রবনা নক্ষত্র থেকে শ্রাবন মাসের নাম করন
শ্রাবন মাস শিব কথা শ্রবণ ও শিব গুন বর্ণনা করার শ্রেষ্ট সময়|আজ বলবো শিবের জ্যোতিনাথ অবতার নিয়ে|
নল ও দময়ন্তী নামক পৌরাণিক চরিত্রর কথা অনেকেই পড়েছেন|নল ছিলেন নিষধরাজ বীরসেনের গুণবান ও সুদর্শন পুত্র এবং দময়ন্তী ছিলেন বিদর্ভরাজ ভীমের কন্যা। বিদর্ভরাজ ভীম ও তাঁর স্ত্রী ঋষি দমনকে সেবায় তুষ্ট করে দময়ন্তী নামে এক কন্যা এবং দম, দন্ত ও দমন নামে তিন পুত্র লাভ করেন। নলের সাথে দময়ন্তীর বিবাহ হয়।হিন্দু পৌরাণিক কাহিনীতে নল-দময়ন্তীর উপাখ্যান একটি বিশেষ স্থান দখল করে আছে।
পৌরানিক এই দুই চরিত্রের সাথে জড়িত আছে দেবাদিদেব মহাদেবের নাম|আদিবাসী আহুক ও তাঁর স্ত্রীর ভক্তির পরীক্ষা নিতে যতীনাথ অবতারে অবতীর্ণ হন শিব। যতীনাথ রূপ নিয়ে তাঁদের ঘরে অতিথি হিসেবে যান তিনি। তাঁকে রক্ষা করতে গিয়ে প্রাণ যায় আহুকের। স্বামীর মৃত্যুকে শোক প্রকাশ না করে গর্ব করেন তাঁর স্ত্রী। প্রসন্ন হয়ে মহাদেব তাঁদের পরের জন্মে নল ও দময়ন্তী হিসেবে জন্মানোর বর দেন।
শাস্ত্র মতে শিবের উনিশ টি অবতার আছে|আগামী সময়ে অন্য কোনো অবতার নিয়ে আলোচনা করবো|জানিয়ে রাখি শ্রাবন মাসে রুদ্রাক্ষ ধারন বা যেকোনো জ্যোতিষ সংক্রান্ত প্রতিকাত গ্রহন করতে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|