তন্ত্রকথা – শিব ও তন্ত্র শাস্ত্র

203

তন্ত্র শব্দ টি উচ্চারিত হলেই আমরা কালী আদ্যা শক্তি মহামায়ার কোনো রূপ কল্পনা করি|কারন তন্ত্র মানেই অনেকের কাছে কালী সাধনা|তবে শাস্ত্র মতে শিবের সাথে তন্ত্রের রয়েছে গভীর সম্পর্ক|পবিত্র এই শ্রাবন মাসে যখন আমরা শিব সংক্রান্ত নানা উপাচার ও শিব আরাধনা নিয়ে ব্যাস্ত তখন তন্ত্র ও শিবের সম্পর্ক নিয়ে একটু আলোকপাত করা যাক|

তন্ত্রের সংজ্ঞা হিসাবে সহজ ভাষায় বলা যায় শিব ও মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলিকে তন্ত্র সাধনা বলা হয় । তন্ত্রে যেসব ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতি-নীতির বর্ণনা রয়েছে তার উদ্দেশ্যই হল মানুষকে অজ্ঞানতা ও পুনর্জন্মের হাত থেকে মুক্তি দেওয়া সেক্ষেত্রে আদি শক্তি ও আদি গুরু দুজনের একত্রে সাধনা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ|তন্ত্রশাস্ত্র অনুযায়ী, এই মহাবিশ্ব হল শিব ও মহাশক্তির দিব্যলীলা।তন্ত্র শব্দটির অর্থ ব্যাপক। সংক্ষেপে তন্ত্র হচ্ছে “সৃষ্টির পরিচালনার নিয়ম”।

ভারতের আদি ও অকৃত্রিম তন্ত্র সাধনার জায়গা হল হিমালয় পর্বত যা শিবধাম নামে পরিচিত।শাস্ত্র মতে মহাদেব বা শিবের ডমরু থেকে তন্ত্রের উৎপত্তি।নিজের অন্তরের ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়।

আবার সতী বা দেবী দুর্গার দশ হাতে আছেন দশ মহাবিদ্যা যার  সৃষ্টি হয়েছে শিবের হস্তক্ষেপে,দশমহাবিদ্যার উপর ভিত্তি করেই অনেকটা তন্তশাস্ত্র গড়ে উঠেছে তাই শিব ও তন্ত্র নানা দিক থেকেই অবিচ্ছিন্ন ও তাদের সম্পর্ক অসীম গুরুত্বপূর্ণ|

শিব ও তন্ত্র সংক্রান্ত আরো অনেক কথা নিয়ে ফিরে আসবো আগামী সময়ে|পড়তে থাকুন|জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন|নমস্কার|