জ্যোতিষ শাস্ত্র ও শ্রাবনী অমাবস্যা

195


আপনারা জানেন শ্রাবন মাস শিবের অত্যন্ত প্রিয়। তাই এই মাসের অমাবস্যা তিথিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।আজ অর্থাৎ ২৮ জুলাই, বৃহস্পতিবার কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি বা শ্রাবণী অমাবস্যা পালিত হবে|


জ্যোতিষ শাস্ত্র মতে এই মাসের অমাবস্যায় ৩টি রাজযোগ নির্মিত হতে চলেছে।শ্রাবনী অমাবস্যা তিথিতে গ্রহের সঞ্চার অনুসারে গ্রহ রাজ শনি তৈরি করবে শশ রাজযোগ, মঙ্গলের প্রভাবে রুচক ও বৃহস্পতি হংস রাজযোগ তৈরি করবে। আবার পুষ্য নক্ষত্র থাকবে এই অমবস্যা তিথিতে। বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকায় গুরু পুষ্য যোগও তৈরি হবে।


শাস্ত্র মতে প্রতিটি অমাবস্যা তিথি তে আপনাদের মুক্তেস্বরী মায়ের মন্দিরে বিশেষ পুজো হোম যজ্ঞর আয়োজন করা হয়েছে|বিশেষ এই যোগে তন্ত্র মতে যে কোনও কাজ করলে তাতে নিশ্চিত সাফল্য লাভ করা যায়।তাই আপনারা জীবনের যেকোনো গ্রহ গত সমস্যা ও জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here