শ্রাবন মাস শিবের মাস তা আপনারা অনেকেই হয়তো জানেন এবং এই মাসের বাড়িতে শিবলিঙ্গ শিব লিঙ্গ স্থাপন করার শ্রেষ্ট সময়|শিব লিঙ্গ বাড়িতে অনেকেরই থাকে, কিন্তু সেই শিব লিঙ্গ যদি পারদের হয় এবং শ্রাবন মাসে শাস্ত্র মতে স্থাপন করা হলে তবে তার অন্য তাৎপর্য থাকে|
নিয়মিত পারদ শিবলিঙ্গের পুজোয় সর্ব রোগ থেকে মুক্তি ঘটে ও বাড়ির সদস্যদের শারীরিক এবং মানসিক স্বাস্থ ভালো থাকে|জ্যোতিষ শাস্ত্র মতে পারদের শিবলিঙ্গে পুজো করলে কালসর্প যোগ ও শনির সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করা যায়।
যদি আপনার প্রচুর শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে চায় তাহলে অবশ্যই পারদ শিবলিঙ্গের পূজা করুন|পারদের শিবলিঙ্গ পূজা করলে কোন তান্ত্রিক অশুভ ক্রিয়া আপনার ক্ষতি করতে পারবে না এবং বাস্তু শাস্ত্রতেও পারদের শিবলিঙ্গর উল্লেখ আছে পারদের শিবলিঙ্গে বাড়িতে স্থাপন করলে ও শাস্ত্র মতে নিয়মিত পুজো করলে বাস্তুদোষ নাশ হয়|অকাল মৃ্ত্যুর হাত থেকে বাঁচতে পারদ শিবলিঙ্গের পুজোর উল্লেখ আছে কিছু শাস্ত্রে|
এক কথায় পারদের শিবলিঙ্গ পুজো করলে বহু সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। শাস্ত্র মতে, এই শিবলিঙ্গে নাম গোত্র সংকল্প করে পুজো, হোম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তাহলেই এই পারদ শিবলিঙ্গ সম্পূর্ণ ফল দান করে|
শাস্ত্রে উল্লেখ আছে পারদের শিবলিঙ্গ আরাধনা করলে সমস্ত পাপ মুক্তি হয় এবং সর্বদুঃখ দূর হয়। বিবাহযোগ্য কন্যারা পারদের শিবলিঙ্গ পুজো করলে তাঁদের মনের সকল ইচ্ছে পূরণ হয় ও মন মত বর লাভ হয়।তাহলে আরে দেরি কেনো বাড়িতে স্থাপন করুন একটি পারদের শিবলিঙ্গ , আর জ্যোতিষ সংক্রান্ত যেকোনো তথ্যর জন্যে বা সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইলে স্বাগত|ভালো থাকুন|নমস্কার|