শ্রাবন মাস শিবের মাস তাই স্বাভাবিক ভাবেই এই মাস রুদ্রাক্ষ ধারনের জন্য শ্রেষ্ট কারন শিব পুরান অনুসারে একবার মহাদেব ধ্যান মগ্ন থাকা অবস্থায় তার চোখ থেকে একে ফোঁটা অশ্রু গড়িয়ে মাটিতে পড়েছিল|অলৌকিক তেজ সম্পন্ন সেই অশ্রু থেকে জন্ম নেই একে দৈব উদ্ভিদ যাকে আমরা রুদ্রাক্ষ বলে জানি|অর্থাৎ শাস্ত্র মতে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ স্বয়ং শিবের শরীরের অংশ|রূদ্র অর্থাৎ শিব এবং রুদ্রাক্ষ অর্থাৎ শিবের অশ্রু|
জ্যোতিষ শাস্ত্র মতে রুদ্রাক্ষ একটি আদর্শ প্রতিকার|রত্ন, যন্ত্র ও মন্ত্রের পাশাপাশি গ্রহগত কুপ্রভাব দূর করতে যুগ যুগ ধরে রুদ্রাক্ষ ব্যাবহার হয়ে আসছে সাফল্যের সঙ্গে|রত্নের সাথে রুদ্রাক্ষ ব্যবহার করলে অনেকে বেশি ও দ্রুত ফল পাওয়া যায় বলে অনেকেই মনের করেন|আবার ভুল রত্ন ধারণ করলে যেমন ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে রুদ্রাক্ষর ক্ষেত্রে তেমন কোনো ঝুকি থাকেনা|তাই অনেকেরই প্রথম পছন্দ রুদ্রাক্ষ|প্রতিটি গ্রহের জন্য নিদ্দিষ্ট রুদ্রাক্ষ রয়েছে,যেমন এক মুখী রুদ্রাক্ষ রবির জন্য, দু মুখী রুদ্রাক্ষ চন্দ্রের জন্য, ইত্যাদি ইত্যাদি|এক্ষেত্রে অবশ্যই একজন জ্ঞানী ও অভিজ্ঞ জ্যোতিষ জন্ম ছক ও গোচর বিশ্লেষণ করে সঠিক রুদ্রাক্ষ চয়ন করতে পারেন|
জ্যোতিষ শাস্ত্র, আধ্যাত্মিকতা, আয়ুর্বেদ এমন কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রুদ্রাক্ষকে একটি গুরুত্বপূর্ণ দ্রব্য হিসেবে মান্যতা দেয়া হয়|নানা দিক থেকে রুদ্রাক্ষ তাৎপর্য পূর্ণ ও কার্যকরী|নিজের পেশাদারী জ্যোতিষ চর্চায় বা আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবে বহুবার উপলব্ধি করেছি রুদ্রাক্ষর অদ্ভুত শক্তি
আপনাদের মা মুক্তেস্বরীর মন্দিরে শ্রাবন মাস উপলক্ষে বিশেষ পুজো ও রুদ্রাক্ষ শোধন হবে চাইলে আগে থেকে যোগাযোগ করতে পারেন ও নিজের জন্মছক ও সমস্যা অনুসারে রুদ্রাক্ষ ধারন করে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন|যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|