শ্রাবন মাস ও শিব মহিমা

212

জলাভিষেক



শুরু হয়েছে শ্রাবন মাস আর শ্রাবন মাস মানেই শিবের মাস|শ্রাবন মাস জুড়ে লিখবো শ্রাবন মাস ও শিবের মহিমা নিয়ে|আজকের পর্বে জলাভিষেক বিষয়টি সহজ ভাবে উপস্থাপন করবো|
সহজ ভাষায় শিব লিঙ্গে মন্ত্র উচ্চারনের মাধ্যমে জল অর্পন করাই জলাভিষেক|শিবলিঙ্গের অভিষেক করার পর যে লম্বা অংশটি থেকে জল প্রবাহিত হয় তাঁকে জলাধারী, নির্মলী বা সোমসূত্র বলা হয়ে থাকে। শিবলিঙ্গ থেকে শক্তি প্রবাহিত হয়।শাস্ত্র মতে শিবলিঙ্গের ওপরের অংশ পুরুষের প্রতিনিধিত্ব করে এবং নিম্নাংশ স্ত্রীর প্রতীক।শাস্ত্র অনুযায়ী শিব ও শক্তির সম্মিলিত শক্তির প্রতীক শিবলিঙ্গ
শিব লিঙ্গে জল অভিষেক বা জল নিবেদন করলে তাতে শিব ও শক্তির অংশ সমাহিত হয়। সঠিক নিয়ম ও শাস্ত্র সম্মত বিধি মেনে প্রকৃত উপকরণ দিয়ে জলাভিষেক করা উচিৎ নাহলে কিছু সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয়।
শিবলিঙ্গ থেকে যে শক্তি নির্গত হয় তা অত্যন্ত উষ্ণ ও শক্তিশালী। এ কারণে শিবলিঙ্গের ওপরে সর্বদা একটি কলস লাগানো থাকে। সেই কলস থেকে ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গে পড়ে। এ কারণে বাড়িতে শিবলিঙ্গ রাখা নিষিদ্ধ।
গঙ্গা জল, ডাবের জল এমনকি কাঁচা দুধ দিয়েও শিবের অভিষেক হতে পারে|আগামী দিনে আরো বিস্তারিত জানাবো|
আগামী শ্রাবনী অমাবস্যায় মুক্তেস্বরী মায়ের মন্দিরে আয়োজিত হবে রুদ্রাভিষেক আপনারাও চাইলে যোগ দিতে পারেন নিজের বাড়ি ঠেকে|বিস্তারিত জানতে যোগাযোগ করবেন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here