জ্যোতিষী শ্রী অনিকেত
আজ আরো একটি সহজ প্রতিকারের কথা আপনাদের বলবো যা জীবনে সঠিক ভাবে প্রয়োগ করলে শিক্ষা অর্থ এবং দাম্পত্য সমস্যায় নিশ্চিত সাফল্য পাবেন|
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক ভালোবাসা, রোম্যান্সের সঙ্গে সম্পর্ক যুক্ত। এই ক্ষেত্রর শক্তি বাড়ানোর জন্য দু’টো আসল ক্রিস্টাল বল রাখা যেতে পারে। ক্রিস্টাল বল পরিষ্কার করা জরুরি। এই বলের সঙ্গে যুক্ত নেতিবাচক শক্তি দূর করার জন্য অন্ততপক্ষে এক সপ্তাহের জন্য নুন জলে ডুবিয়ে রাখা উচিত।
স্বামীর সঙ্গে মনের মিল হচ্ছে না? সাহায্য করবে ফেং শুই এবং ক্রিস্টাল বল ।একটা কাচের বাটিতে চাল নিন, উপরে ছড়িয়ে দিন কিছুটা নুন। সম্পর্ক থেকে নেগেটিভ এনার্জি শুষে নিতে পারে এই দুটি উপাদান। এবার বাটির উপরে ত্রিভুজাকারে তিনটি স্বচ্ছ ক্রিস্টাল রাখুন। সম্পর্ক আরও ভালো করে তোলার জন্য বাটিটি আপনাদের খাটের নিচে নয় থেকে 49 দিন পর্যন্ত রেখে দিন
পড়াশোনার জন্যে ক্রিস্টাল ভালো ফল দেয়
পড়াশোনায় উন্নতির জন্যে পড়ার টেবিলের ওপর ক্রিস্টাল বল ঝুলিয়ে দিন। বলটি রোজ একটু রোদে রাখতে পারলে ভাল|
আর্থিক সমস্যায় অর্থ রাখার স্থানে বা ক্যাশ বাক্সে ক্রিস্টাল বল রাখুন অর্থাভাব দূর হবে|
বিশদে জানতে বা আসল ক্রিস্টাল বল সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে ভালো থাকুন|নমস্কার|