সহজ প্রতিকার – বাস্তুযন্ত্র

176

অনেকক্ষেত্রেই দেখা যায় জন্ম ছক ভালো কিন্তু সাফল্য আসছেনা উল্টে না না সমস্যা তৈরী হচ্ছে|সেক্ষেত্রে বুঝতে হবে বাস্তু দোষ আছে|বাস্তু দোষ থেকে মুক্তি পেতে সহজ প্রতিকার বাস্তু যন্ত্রর ব্যবহার|

আপনি যখন বাস্তু দোষযুক্ত বাড়িতে থাকেন তখন শান্তিপূর্ণ জীবনযাপন সম্পূর্ণভাবে ব্যাহত হয়। প্রাথমিকভাবে, বাস্তু দোষের প্রভাব বোঝা কঠিন। কিন্তু যতই দিন যায়, বন্দীদের জীবনযাত্রায় এর ছায়া পড়তে থাকে।তখন ভালো কাজ করতে পারে এই বাস্তু যন্ত্র|

বাস্তু দোষ নিবারণ যন্ত্র ত্রিমাত্রিক জ্যামিতিক শক্তি ক্ষেত্রের মধ্যে নিখুঁত ভারসাম্য টানে এবং বাড়ি থেকে সমস্ত নেতিবাচক দিকগুলি সরিয়ে দেয়।এটি বন্দীদের যথাযথ স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি বাড়িতে সম্পদ, শান্তি, সুখ এবং সম্প্রীতি আনার প্রতিশ্রুতি দেয়। বাড়িতে এই যন্ত্র রাখলে জীবনে অনেক পরিবর্তন আসে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, বাস্তু দোষ নিবারণ যন্ত্র রাখার জন্য উত্তর-পূর্ব দিকই উত্তম। উত্তর-পূর্ব কোণ হল পূজার দিক। সূর্য ওঠার পর উত্তর-পূর্ব দিকে তার প্রথম আলোর রশ্মি ছায়া দেয়। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে|ব্রহ্ম স্থানে মাটির নিচে অথবা প্রধান দরজায় ঝুলন্ত অবস্থায় বাস্তু যন্ত্র রাখা যেতে পারে|

সঠিক ধাতু অর্থাৎ অষ্ট ধাতু বা ক্রিস্টাল এর বাস্তু যন্ত্র সব থেকে ভালো কাজ দেয় তবে শোধন পক্রিয়াও গুরুত্বপূর্ণ|বাস্তুবিদ বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই সহজ প্রতিকার ব্যবহার করুন ও ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here