বাংলার তীর্থ – মায়াপুর রথ যাত্রা উৎসব

221

মায়াপুরে যাননি এমন বাঙালি কমই আছেন তবে অনেকেরই হয়তো রথযাত্রা উপলক্ষে মায়া পুরে যাওয়ার সৌভাগ্য হয়নি|অনেকের কাছেই রথ যাত্রা উৎসব মানে পুরী আর বাংলার রথযাত্রা মানে মাহশের রথ|তবে বাংলার প্রাচীন তম রথ যাত্রা গুলির মধ্যে রয়েছে মায়া পুরের রথ যাত্রা|

প্রায় ৫০০ বছর আগে নাকি এক পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে প্রথম রথযাত্রার আয়োজন করেন মায়াপুরে। রাজাপুর থেকে রথ যেত মায়াপুর। সেখান থেকে আবার ফিরত রাজাপুর। বহু দিন এই উৎসব বন্ধ ছিল। পরে ইসকন রথযাত্রা উৎসব শুরু করে।

মায়াপুরের মন্দির থেকে রথ বার করা হয় না। বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা আসেন এই মন্দিরে। তাঁরা আসেন রথে চড়ে। এক সময়ে মায়াপুর আর রাজাপুর নামের দু’টি গ্রাম ছিল। রাজাপুরের বেশিরভাগই ছিলেন বৈষ্ণব।

পশ্চিমবঙ্গের আর এক বিখ্যাত রথযাত্রা এটি। রথের দিন থেকে উল্টোরথ অবধি চলে উৎসব|মেলা ও ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা চোখে পরে এই সময়ে|আসেন দেশে বিদেশের তীর্থ যাত্রীরা|

রথ যাত্রা থেকে উল্টোরথ যেকোনো শুভ কাজের জন্য প্রশস্ত সময়|যারা দীর্ঘ দিন ধরে জ্যোতিষ পরামর্শ বা গ্রহগত প্রতিকার গ্রহণের কথা ভাবছেন তারা এই সময়কে কাজে লাগান|অনেক বেশি ও দ্রুত ফল পাবেন|ভালো থাকুন|ধন্যবাদ|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here