জ্যোতিষী শ্রী অনিকেত
লহসুনিয়া বা ক্যাটস আইকে কেতুর রত্ন মনে করা হয়|আরো অনেক নাম আছে, লহসুনিয়া বৈদুর্য, বিদুর রত্ন, বাল সূর্য ইত্যাদি নানান নামে পরিচিত।
নবগ্রহর অন্যতম কেতুর কু প্রভাব থেকে বাঁচার অনেক রাস্তা আছে, যার মধ্যে অন্যতম ক্যাটস আই ধারন|আসুন দেখেনিই কারা এই রত্ন ধারণ করবেন এবং এই রত্ন ধারন করলে কি ফল পাওয়া যেতে পারে|
যে জাতকের কোষ্ঠিতে কেতু দোষ থাকে, তাঁরা জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী ক্যাটস আই ধারণ করুন।কোষ্ঠিতে কেতু কেন্দ্র বা ত্রিকোণে থাকলে, অর্থাৎ কেতু প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম স্থানে অবস্থান করলে ক্যাটস আই ধারণ করা উচিত।তুলা, বৃষ, মকর, মিথুন, কুম্ভ রাশির জাতকদের জন্য এই রত্ন বিশেষ শুভ।
সঞ্চারে একাদশ স্থানে কেতু থাকলে অবস্থা বিচার কোরে ক্যাটস আই ধারন করা যায়|
কিছু বিশেষ সমস্যার সমাধানের উদ্দেশ্যেও কেতু ধারন করতে বলা হয় যেমন অশুভ আত্মা, খারাপ স্বপ্ন বা অন্য কোনও ভয়ে গ্রস্ত থাকলে লহসুনিয়া পরা উচিত।কেতুর দুষ্প্রভাব ব্যক্তির জীবনকে কষ্টকারী করে তোলে। ব্যক্তির ওপর কেতুর দুষ্প্রভাব থাকলে এই রত্ন ধারণ করা উচিত।
যাঁরা ভাগ্যের জোরে অর্থ লগ্নি করেন, শেয়ার বাজারে টাকা লাগান, তাঁরা এই রত্ন ধারণ করলে লাভ পেতে পারেন।গুপ্ত বিদ্যার সাথে জড়িত, রসায়ন বিদ্যার সাথে জড়িত ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা এগোতে চান ক্যাটস আই পড়লে তাদের পেশাগত উন্নতির হয়|
ক্যাটস আই কিভাবে শোধন করবেন ও কবে এবং কোন আঙুলে কোন ধাতু তে ধারন করবেন সেটাও গুরুত্বপূর্ণ|মনে রাখবেন যেকোনো রত্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে ধারন করতে হয় বিশেষ কোরে ক্যাটস আই সব সময় অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পরুন ভালো ফল পাবেন|প্রয়োজনে যোগাযোগ করবেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|