জ্যোতিষী শ্রী অনিকেত
উপরত্ন নিয়ে আগেই লিখেছি এবার জ্যোতিষ শাস্ত্র মতে প্রধান রত্ন বা নব রত্ন গুলি নিয়ে ধারাবাহিক ভাবে লিখবো|আজ শুরু করবো নবরত্নর অন্যতম ও বুধের রত্ন পান্না দিয়ে|
তত্ত্ব অনুসারে বুধের রং সবুজ এবং তার রত্ন পান্নাও সবুজ|ইংরেজিকে এই পাথরকে বলা হয় এমারেল্ড|বুধ গ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পক্ষেত্রের নিয়ন্ত্রক গ্রহ। জন্মছকে বুধ শক্তিশালী হলে ব্যবসা, যোগাযোগ, বুদ্ধিমত্তা, শিক্ষা ভালো হয়|বুধ অর্থ ও বুদ্ধির কারক গ্রহ|তাই এই বিষয় গুলি বিবেচনা করে বুধের অবস্থা অনুযায়ী পান্না ধারন করা হয়|
মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুসারে
নেশায় আচ্ছন্ন মানুষ পান্না ধারণ করলে নেশা থেকে বেরিয়ে আসা শক্তি সঞ্চয় করতে পারেন। যাঁদের চোখের সমস্যা আছে, তাঁরাও এই সবুজ রত্ন ধারণ করলে উপকার পাবেন।শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং দুর্বল স্নায়ুতন্ত্রের অসুখে যারা ভুগছেন, তাঁদের জন্য পান্না ধারণা করা খুবই উপকারী।বিবাহিত জীবন ও অর্থনৈতিক জীবনের সমস্যাও দূর করতে পারে পান্না|
পান্না মনোসংযোগ বাড়ায় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে|কেরিয়ারের প্রতি ফোকাস বাড়ে। শিক্ষক, আর্কিটেক্ট, ডাক্তার, ব্যবসায়ীদের জন্য পান্না উপযোগী।
পান্না সোনা এবং রুপো তে কনিষ্ঠা আঙুলে ধারন করা যায় তবে পান্না ধারণ করার আগে কোনও জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে নিন সঠিক ভাবে শোধন করিয়ে পরুন নিশ্চিত ভালো ফল পাবেন|ভালো থাকুন|নমস্কার|