আগামী 28 তারিখ অর্থাৎ এই সোমবার অমাবস্যা তিথি রয়েছে|সোমবার সাধারনত শিবের বার হিসেবেই দেখা হয় আর অমাবস্যাকে যুক্ত করা
হয় দেবী তারা বা দেবী কালীর সাথে যদিও তন্ত্র সাধনার সাথে বিশেষ সম্পর্ক রয়েছে শিবের|
তন্ত্রে দেবাদিদেব মহাদেব পঞ্চ ‘ম’-কার সাধনার কথা উল্লেখ করেছেন। এই পঞ্চ ‘ম’-কার সাধনায় পঞ্চ অর্থাৎ পাঁচটি ‘ম’ হল যথাক্রমে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। স্বয়ং শিব এই তন্ত্রের প্রবক্তা। শিব প্রদত্ত এই সাধন পদ্ধতি এক গূঢ় সাধন রহস্য যা সাধককে পরমব্রহ্ম স্বরূপিণী জগজ্জননীর সঙ্গে মিলিত করে বা মুক্তি প্রদান করে|
ভোগের মধ্য দিয়ে যোগপথে উন্নীত হওয়া,পঞ্চ ‘ম’-কার সাধনার উদ্দেশ্য বা বলা যায় প্রবৃত্তির পথ দিয়ে নিবৃত্তিতে পৌছানো। তন্ত্রে অর্থাৎ তন্ত্র সাধনায় ভোগসাধন বস্তুগুলির সঙ্গে সাধনা সংমিশ্রিত হলে তন্ত্র ক্রিয়ার দ্বারা সাধকের ভোগবাসনা ক্রমশ নিবৃত্ত হতে থাকে।
তন্ত্র সাধনায় সাধক যখন ওই নিবৃত্তির পথে দিব্যভাবে উপনীত হন তখন তাঁর মোক্ষলাভ হয়ে থাকে। অলৌকিক অভিজ্ঞতা হতে পারে এবং দিব্য জ্ঞান লাভ বা শিক্ষা গ্রহণ করে সাধক সিদ্ধপুরুষ হয়। আবার এই জ্ঞান মা ক্ষমতা বিশেষ কাজে বা জগৎ কল্যানেও ব্যাবহিত হতে পারে|
আগামী 28 তারিখ আপনাদের মা মুক্তেশ্বরী মন্দিরে বিশেষ পুজো হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে|আপনারা চাইলে যোগ দিতে পারেন নিজ গৃহ থেকেই অথবা বিশেষ কোনো সমস্যার তন্ত্র মতে সমাধান চাইলে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|