আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা

209

আন্তর্জাতিক যোগ দিবস আজ,স্বামীজী বলতেন ঘরে বসে গীতা পড়ার থেকে মাঠে গিয়ে  ফুটবল খেলাঅনেক ভালো কাজ|তার কাছে শরীর চর্চা ছিলো আধুনিক ও শক্তিশালী যুব সমাজ গড়ে তোলার একটি প্রধান হাতিয়ার|যোগ সম্পর্কে তিনি বলতেন যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়|

ভারতের শরীরচর্চার পরম্পরা অতি প্রাচীন, পুরা কাল থেকেই আমাদের মুনি ঋষিরা কঠিন যোগ অভ্যাসের মধ্যে দিয়ে দীর্ঘ ও নীরোগ জীবন কি করে লাভ করতে হয় তা দেখিয়েছেন, আর এই যোগের পরম্পরা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছিলো আজকের দিনে|

শুধু ব্যায়ামই নয়, নিজসত্ত্বা ও প্রকৃতির অনভূতি এক অনন্য আবিষ্কারের দীর্ঘপথ তৈরির করার যোগও বটে। এছাড়া ২১ শে জুন এই দিনটি পালন করার একটি বিশেষ কারণ হ’ল এই তারিখটিতে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হিসেবেও পালন করা হয়।তাই  বিশেষ দিনের আলাদা তাৎপর্য রয়েছে।

যোগ হাজার বছরের প্রাচীন হলেও যোগ দিবসের সূচনা কিছুবছর আগেই হয়েছে ২০১১ সালে ৬৯ তম সাধারণ সভায় ২১ জুন বিশ্ব যোগ দিবস পালন করার জন্য রাষ্ট্রসংঘ একটি প্রস্তাব পাশ করে। যে অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, এই দিন দেশের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার হিসেবে বর্ণিত হবে। যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে শরীর-মন, চিন্তা-কর্মের এক আত্মিক যোগ।

সুস্থ থাকতে হলে যোগ করতে হবে|যোগ করুন|ভালো থাকুন|আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা রইলো|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here