জয় জগন্নাথ

178

চার ধামের অন্যতম পুরী আর সেই পুরী ও জগন্নাথ মন্দির নিয়ে কৌতূহল চিরকালের কারন অলৌকিক বিষয় একাধিক|

স্নান যাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে আরো কিছু আচার পালন করা হয় যারা মধ্যে প্রভুর নিভৃত বাস ও চিকিৎসা রয়েছে, একশো আট ঘড়া জলে স্নান করার পর ১৪ দিনের জন্য নিভৃতবাসে থাকেন তিন দেব দেবী এই সময় পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে|

পূণ্যস্নানের পর মনে করা হয় জগন্নাথদেবের জ্বর আসে। ১৫ দিন ধরে এই সময় তাঁকে ঘরোয়া পথ্য খাওয়ানো হয়।

নিদ্দিষ্ট এই ১৫ দিন কেটে গেলে শুরু হয় নেত্র উৎসব, এবছর সালে ২৯ জুন পড়েছে তারপর গুন্ডিচা যাত্রা ১ জুলাই। সেই দিন মাসির বাড়ি যান তিন দেবদেবী। এটিই জগন্নাথের রথযাত্রা নামে পরিচিত। এরপর হেরা পঞ্চমী পড়েছে ৫ জুলাই, মঙ্গলবার ও এই উৎসব সমাপ্ত হবে উল্টোরথের মধ্যে দিয়ে|

প্রভুর লীলা দেখা পরম সৌভাগ্যর তাই ইতিমধ্যে পুরীতে ভিড় জমাতে শুরু করছেন অসংখ্য পুন্যর্থী|জয় জগন্নাথ|ভালো থাকুন|নমস্কার|