জগতের কিছু নিয়ম কিছু রীতি নীতি বিজ্ঞান বা যুক্তিবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না সেগুলি শুধুই ভক্তি ও শ্রদ্ধার বিষয় যেমন প্রভু জগন্নাথের স্নান যাত্রা ও স্নান যাত্রা পরবর্তী কিছু প্রাচীন পরম্পরা|
আজ জগন্নাথদেবের স্নান যাত্রা,প্রতিবছর সাধারণত অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীশ্রী জগন্নাথ দেবের শিরঃপীড়া দেখা দেয়। শিরঃপীড়ার উপশমে কপালে মোটা করে চন্দনের প্রলেপ দেওয়া হয়। সেই প্রলেপ তোলা হয় রথযাত্রার পনেরো দিন আগে জ্যৈষ্ঠ মাসে জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠানে।
প্রতিবার স্নানযাত্রার পরে দেবতাদের জ্বর আসে এবং দিন পনেরো মন্দির বন্ধ থাকে। পরে ঘোষণা করা হয় ঠাকুর সুস্থ হয়ে উঠেছেন। তারপরে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা উৎসব ঐদিন সুস্থ হয়ে রাজ বেশে ফিরে আসেন জগতের নাথ।
এখানেই শেষ নয় প্রভুর লীলা চলতে থাকে তার পরেও|শরীর ঠিক করতে ৭ দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যান গুন্ডিচা বাড়িতে মাসির কাছে। তারপরে ফিরে আসেন আবার নিজ গৃহে|
পবিত্র স্নান যাত্রা উৎসবের শুভেচ্ছা জানাই|জয় জগন্নাথ|ভালো থাকুন|নমস্কার|