জ্যোতিষ শাস্ত্র ও গাড়ি

193

নমস্কার আমি জ্যোতিষী শ্রী অনিকেত আপনার যদি নিজস্ব গাড়ি থাকে আজকের পর্ব আপনার জন্য কারন আজকের পর্বে জানাবো জ্যোতিষ শাস্ত্র অনুসারে গাড়ির মধ্যে কোন কোন জিনিস রাখা জরুরি এবং কি রঙের ও নাম্বারের গাড়ি আপনার জন্য শুভ হবে|

‘ওম মণি পদ্মে হুম’ লেখা তিব্বতী পতাকা গাড়িতে লাগানো অত্যন্ত শুভ। তিব্বতী পতাকা সমৃদ্ধির প্রতীক। এটি গাড়িতে লাগাতে তা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। হাওয়ায় উড়লে এই পতাকা পজিটিভ এনার্জি প্রবাহিত করে। এটি গাড়িতে দেখতে যেমন ভালো লাগে, তেমন গাড়ির জন্য শুভ।

ঈশ্বরের কোনও ছোট মূর্তি গাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। গাড়িতে গণেশ মূর্তি রাখতে অনেককেই দেখা যায়। গণপতির মূর্তি গাড়িতে রাখা সবচেয়ে শুভ। গণেশ গাড়িকে সবরকম দুর্ঘটনা ও বাধা থেকে রক্ষা করে বলে বিশ্বাস। এছাড়া গাড়ির মধ্যে ঝুলন্ত হনুমানের মূর্তিও রাখা যেতে পারে।ছোট একটা কালো কচ্ছপের মূর্তি গাড়িতে রাখতে পারেন। বাস্তশাস্ত্র অনুসারে কালো কচ্ছপের মূর্তি গাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসবে।গাড়ি থেকে সোনালি চিনা ফেংশুই কয়েন ঝোলাতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

যেমন মেষ রাশির জাতক দের লাল রঙের গাড়ি শুভ, মিথুন রাশির সবুজ রঙের গাড়ি শুভ, কর্কট রাশির সাদা রঙের গাড়ি শুভ, মকর রাশির নীল রঙের গাড়ি শুভ আবার মীন রাশির হলুদ রঙের গাড়ি শুভ|

আবার সংখ্যা তত্ত্ব অনুসারে আপনার শুভ সংখ্যার সাথে মিলিয়ে যদি গাড়ির নাম্বার নির্বাচন করা যায় তা আপনারা জন্য সৌভাগ্যশালী হতে পারে|অর্থাৎ নিজের গাড়ি থাকলে বা গাড়ি কেনার আগে জ্যোতিষ পরামর্শ নেয়া বাঞ্চনীয়|ভালো থাকুন|নমস্কার|