জামাই ষষ্ঠীর শুভেচ্ছা

176

‘জামাইষষ্ঠী’বললেই দিন ভর খাওয়া দাওয়া ও উৎসবের এক ছবি চোখের সামনে ভেসে ওঠে ৷ তবে, মা ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের সম্পর্কটা কী এ প্রশ্ন উঠলে তার উত্তর খুঁজতে হবে শাস্ত্রে|

লৌকিক দেবদেবীর অন্যতম মা ষষ্ঠী। প্রচলিত বিশ্বাস, তাঁর কৃপায় সন্তান আসে বিবাহিত দম্পতির জীবনে|তিনি উর্বরতার দেবী।

প্রসঙ্গত, সারা বছর আরও বেশ কিছু ষষ্ঠী তিথি পালিত হয়। কিন্তু সবথেকে জনপ্রিয় দুর্গা ষষ্ঠী এবং অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিকেই বেছে নেওয়া হয়েছে জামাই আপ্যায়নের জন্য|

সামাজিক ও ধর্মীয় দুটো কারনই আছে এই উৎসবের সাথে জড়িয়ে|শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলো যাতে মসৃণ হয়, সেই ভাবনা থেকেই জামাইবরণ। তবে পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককেও সুদৃঢ় করার ইচ্ছে লুকিয়ে আছে লৌকিকতার পিছনে।

আবার জামাইকেও নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার মাধ্যম এই লোকাচার। সেইসঙ্গে কন্যা যাতে নিঃসন্তান না হয়, সেই প্রার্থনাও থাকে মা ষষ্ঠীর কাছে|

বিবাহিত দম্পতিদের জন্যে জামাই ষষ্টির অনেকে শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার|