ফলহারিণী অমাবস্যা ও ফলহারিণী কালীপুজো

249

আজ ফল হারিণী অমাবস্যা পালিত হচ্ছে সারা দেশে জুড়ে|শাস্ত্র মতে এই দিন আমরা যদি ফলহারিণী রূপে মা কালীর পুজো করি এবং অন্তর থেকে তার কাছে প্রার্থনা করি তা হলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে।

আজকের এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি, তা হলে তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের ওপর থাকবে। তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনও কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সৌভাগ্য, সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যাবে|

রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো ‘ষোড়শী’ পুজো নামে পরিচিত|

জ্যোতিষ ও তন্ত্রের জগতে এই দিনের অন্য মাহাত্ম রয়েছে, যেকোনো তন্ত্র ক্রিয়া যেমন বশীকরণ, বিদ্বেষন এই দিনে করলে তা অনেক বেশি প্রভাবশালী হয় আবার শাস্ত্র মতে যেকোনো অশুভ গ্রহদোষ খণ্ডন বা কোনো বিশেষ প্রতিকার গ্রহণের ক্ষেত্রে এই অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে দেখা হয়|তাই আজ সারাদিন মা মুক্তেশ্বরী মন্দিরে বিশেষ পুজো ও হোম যজ্ঞ চলবে|আপনারা চাইলে পুজো দিতে পারেন বা জন্মছক অনুসারে বিশেষ প্রতিকার গ্রহন করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here