ফল হারিণী অমাবস্যা ও মা মুক্তেশ্বরী মন্দির

236

জ্যোতিষী শ্রী অনিকেত

প্রায় প্রতিটি অমাবস্যা তিথিতেই আপনাদের মা মুক্তেশ্বরী মন্দিরে বিশেষ পুজো হোম যজ্ঞ ও গ্রহশান্তির আয়োজন হয়|বহু মানুষ আগাম যোগাযোগ করেন তাদের জীবনের সমস্যার সমাধান করাতে|তারা সাফল্য পেলে ধন্যবাদ জানাতেও ভোলেননা|

আপনারা জানেন বৈষ্ণব ও শাক্ত উভয় মতে মা মুক্তেশ্বরীর পুজো হয়  সাধারণত অমাবস্যা তিথি গুলিতে শাক্ত মতে পুজো হয় যেখানে মায়ের উদ্দেশ্যে আমিষ ভোগ দেয়ার প্রথা রয়েছে এবং চালকুমড়ো বলি দেওয়া হয়| পূর্ণিমা তিথিতে বৈষ্ণব মতে নিরামিষ নৈবেদ্য, ফল,ফুল ও গঙ্গাজল দিয়ে মায়ের পুজো হয়| বিশেষ তিথির পাশাপাশি প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মা মুক্তেশ্বরী ব্রত পালন করা হয় যা আপনারা নিজ গৃহেও করতে পারেন|

এবারের ফল হারিণী অমাবস্যাতেও সেই ব্যবস্থা থাকবে|আপনারা চাইলে বাড়ি থেকেই পুজো দিতে পারেন এবং যেকোনো জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত সমস্যার সমাধান করাতে পারেন|

অমাবস্যার বিশেষ পুজোয় রুদ্রাক্ষ অভিষেক হবে হবে যন্ত্র শোধন এবং পাশাপাশি বিশেষ কার্যসিদ্ধি কবচ নির্মিত হবে ওই দিনে|যারা এই সব সামগ্রী সংগ্রহ করতে চান|যোগাযোগ করতে পারেন|

সঠিক ভাবে ফল হারিণী অমাবস্যা তিথিকে কাজে লাগাতে পারলে জীবনের সব অন্ধকার দূর হয়ে আশার আলো ফুটতে বাধ্য|যোগাযোগ করুন|ভালো থাকুন|নমস্কার|