ফলহারিণী অমাবস্যা

186

পর্ব পাঁচ

আসন্ন ফল হারিণী অমাবস্যা তিথিতে সহজ কিছু উপাচার পালন করে আপনারা ভালো ফল পেতে পারেন|

একটি অসত্থ পাতায় স্বস্তিক চিহ্ন বানিয়ে অর্থ রাখার স্থানে রাখুন ভালো ফল পাবেন|এই দিন অশ্বত্থ গাছের পুজো করতে হবে। অশ্বত্থ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে।গৃহে পারদ শিব লিঙ্গ স্থাপন করতে পারেন|

জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র, মঙ্গলের দোষ থাকে, তা হলে কালো তিল, দুধ ও গঙ্গা জল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়।
এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনও গরিব, দুঃস্থকে বস্ত্র ও খাবার দান করতে হবে|লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার জিনিস দান করা যেতে পারে|

অমাবস্যার দিন অশুভ চিন্তা ও অশুভ কর্ম থেকে দূরে থাকুন|বিশেষ তন্ত্র সংক্রান্ত কাজ ও প্রতিকারের জন্য যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here