ফলহারিণী অমাবস্যা

203

পর্ব চার

প্রতিটি গুরুত্বপূর্ণ তিথির ন্যায় আগামী 29 তারিখ ফল হারিণী অমাবস্যায় আপনাদের মা মুক্তেশ্বরী
মন্দিরে হবে বিশেষ পুজো ও হোম যজ্ঞ|আপনারা চাইলে অনলাইন অংশ নিতে পারেন|আজ এই তিথির কিছু গুরুত্বপূর্ণ উপাচার আপনাদের বলবো|

যে কাজগুলি করলে ভালো ফল পাবেন সেগুলি হলো অমাবস্যা তিথিতে বাড়ি ঘর, বাড়ির সীমানা পরিষ্কার রাখুন এবং বাড়িতে কোনো এটোঁ বাসন পত্র রাখবেন না এই তিথির দিন সন্ধ্যার পর মূল দরজার সামনে দুটি তিলের তেল দেওয়া প্রদীপ জ্বালিয়ে রাখুন। এর ফলে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে।

ফল হারিণী অমাবস্যা চলা কালীন কোন দরিদ্র ব্যক্তি কে কষ্ট দেবেন না। এর ফলে আপনার জীবনে শনি, রাহু, কেতুর প্রভাব বেড়ে যাবে।এই দিন আপনারা নখ কাটাবেন না কারন-অমাবস্যা তিথিতে জীবন প্রবাহ নিম্নে থাকে তাই হাত ও পায়ের নখগুলিতে প্রভাব বিস্তার বেশি হয় এই দিন কোন ঝগড়া ঝামেলা তে যাবেন না। এর বিরূপ প্রতিক্রিয়া আপনার জীবনে প্রভাব বিস্তার করে।এই দিন রাতে শ্মশানঘাট বা নির্জন কোথাও যাবেন না। এই সময় ওই সব স্থানে প্রেতাত্মার প্রভাব বাড়বে। আর ওই প্রেতাত্মা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।অমাবস্যার দিন দূরে কোথাও যাত্রা করবেন না।এই দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না। দেরি করে উঠলে কোন কাজ সফল হবে না।

যারা বিশেষ সমস্যার সমাধান চান তারা যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here