পর্ব তিন
প্রকৃত অর্থে ফল হারিণী বলতে কর্ম ফলের কথা বলা হলেও প্রকৃতির সাথে এই অমাবস্যার একটি সম্পর্কও স্থাপন করা যায়|
প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। ঋতু হিসেবে এটি ফলের মরসুম তাই নানাবিধ ফল দিয়ে দেবীর পুজো হয়|
আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তেরা তাঁদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন।
ফলহারিণী অমাবস্যায় কোনো একটি বিশেষ ফল দেবীকালীর উদ্দেশ্যে নিবেদন করেও নিজের মনোস্কামনা জানানো যায় এবং কথিত আছে এতে দেবীকালী কৃপা করেন ও মনোস্কামনা দ্রুত পূরণ হয়|
যারা মা মুক্তেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে চান বা জ্যোতিষ সংক্রান্ত কোনো সমস্যার প্রতিকার চান তারা এখন থেকেই উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|




