ফল হারিণী অমাবস্যা

228

দ্বিতীয় পর্ব

জ্যোতিষ ও তন্ত্র জগতে কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা ও ফল হারিণী অমাবস্যার গুরুত্ব অপরিসীম যারা মধ্যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়|
কৌশিকী অমাবস্যা যেমন সব থেকে বড়ো আকারে পালিত হয় তারাপিঠে তেমনই ফলহারিণী অমাবস্যা জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয় দক্ষিনেশ্বর মন্দিরে|ঠাকুর রামকৃষ্ণ ও দক্ষিনেশ্বর মন্দিরের সাথে এই তিথির বিশেষ সম্পর্ক রয়েছে|

দশমহাবিদ্যার দশটি রূপের একটি হল ষোড়শী।  
শ্রীরামকৃষ্ণ এই তিথিতেই সারদাদেবীকে পুজো করেছিলে। এদিন তিনি দক্ষিণেশ্বরে তাঁর ঘরে মা সারদাকে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমাকে তিনি ষোড়শীরূপে পুজো করেছিলেন। 

শুধু দক্ষিনেশ্বর নয় আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমের প্রতিটি শাখায় এই দিনটির স্মরণে পুজো হয়।জড়ো হন লক্ষ্য লক্ষ্য দর্শণার্থী|

আগামী ফল হারিণী অমাবস্যা তিথিতে আপনাদের মুক্তেশ্বরী মায়ের মন্দিরেও বিশেষ পুজো হবে|অনলাইন আপনারা অংশ নিতে পারেন পুজোয়|যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here