ফলহারিণী অমাবস্যা

171


পর্ব এক


জ্যোতিষী শ্রী অনিকেত
জ্যোতিষ ও তন্ত্র জগতে যেকটি অমাবস্যাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় তার মধ্যে অন্যতম ফল হারিণী অমাবস্যা তিথি|আর কয়েকদিন পরেই এই অমাবস্যা এবং সেই উপলক্ষে কয়েকটি পর্বে ফলহারিণী অমাবস্যার সাথে জড়িত নানা ঘটনা, এই তিথির আধ্যাত্মিক তাৎপর্য ও ব্যাখ্যা আপনাদের সামনে আনবো|


আজ ফল হারিণী শব্দের প্রকৃত অর্থ ও তার মধ্যে লুকিয়ে থাকা রহস্য আগে জেনে নেয়া দরকার
শাস্ত্রে বলা আছে, ‘জীবনেয সর্বস্ব’। যার অর্থাৎ একদিকে ফলহারিণী, সাধকের কর্মফল হরণ করেন। অন্য দিকে কর্মফল হরণ করে ভক্তদের, তাঁদের অভীষ্টফল, মোক্ষফল প্রদান করেন।অর্থাৎ ফল মানে এখানে কর্ম ফল খাদ্য দ্রব্য ফল নয়|


যদিও আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায় এবং জ্যৈষ্ঠ মাসেই এই অমাবস্যা হয় তাই অনেকেই এই ফল বিষয় টি নিয়ে কিছুটা বিভ্রান্ত থাকেন| অবশ্য ভক্তেরা ফল হারিণী অমাবস্যার বিশেষ পুজোয় তাঁদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন এবং নিজের মনোস্কামনা জানান|


প্রতিবারের ন্যায় এবারও আপনাদের মা মুক্তেশ্বরীর মন্দিরে বিশেষ পুজো ও হোম যজ্ঞর আয়োজন হবে|আরো বিস্তারিত জানতে পারবেন যথা সময়ে|পড়তে থাকুন|ভালো থাকুন|নমস্কার|