কবিগুরুর জন্মদিন

164

জগতে এমন বিষয় খুব কমই আছে যা নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি|জন্মদিন নিয়েও তার একাধিক কবিতা আছে|তার জন্মদিনে তারই একটি কবিতা দিয়ে গঙ্গাজলে গঙ্গাপুজোর ন্যায় তাকে শ্রদ্ধা জানাই

‘শেষ লেখা’ – কাব্যগ্রন্থতে পাওয়া যায় এই অসাধারন কবিতাটি

আমার এ জন্মদিন-মাঝে আমি হারা
আমি চাহি বন্ধুজন যারা
তাহাদের হাতের পরশে
মর্ত্যের অন্তিম প্রীতিরসে
নিয়ে যাব জীবনের চরম প্রসাদ,
নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ।
শূন্য ঝুলি আজিকে আমার;
দিয়েছি উজাড় করি
যাহা-কিছু আছিল দিবার,
প্রতিদানে যদি কিছু পাই
কিছু স্নেহ, কিছু ক্ষমা
তবে তাহা সঙ্গে নিয়ে যাই
পারের খেয়ায় যাব যবে
ভাষাহীন শেষের উৎসবে।

শান্তিনিকেতনে  ৬ মে ১৯৪১ সালে এক সকালে কবিতাটি লেখা হয়েছিলো|

আজ পঁচিশে বৈশাখ|কবি গুরুকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি|ভালো থাকুন|নমস্কার|