শুভ মাতৃ দিবস

223

জ্যোতিষী শ্রী অনিকেত

জীবনের প্রতিটি দিনই মাতৃ দিবস হিসেবে পালন করা যায় কারন আমাদের জীবন মাতৃ শক্তি দ্বারা আবদ্ধ এবং মাতৃ শক্তির উপর ভিত্তি করেই আমাদের অস্তিত্ব টিকে আছে|দেবী মহামায়া হোক বা প্রকৃতি অথবা আমাদের জন্মদাত্রী মা সবই মাতৃ শক্তির রূপ বিশেষ|মাতৃ শক্তিকে শ্রদ্ধা জানাতে উৎসর্গ করা হয়েছে আজকের এই দিনটিকে|

মাতৃ দিবসের একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মাতৃ দিবস পালিত হয়। নিজের মা, অ্যান রিসে জারভিসের স্মৃতির উদ্দেশে অ্যানা জারভিস নামক এক মহিলা মাতৃ দিবসকে স্বীকৃত ছুটি হিসেবে পালনের পক্ষে কথা বলেন।অ্যানা মনে প্রাণে বিশ্বাস করতেন যে, মা-ই এমন একজন যিনি নিজের সন্তানের জন্য ‘পৃথিবীর অন্য কোনও ব্যক্তির তুলনায় অনেক বেশি করে থাকেন।’ অ্যান রিসে জারভিস ছিলেন এক শান্তি কর্মী ও তিন বছর আগেই তাঁর মৃত্যু হয়। পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুস মেথডিস্ট চার্চে নিজের মায়ের একটি মেমোরিয়াল রাখেন অ্যানা। বর্তমানে এটি আন্তর্জাতিক মাতৃ দিবস শ্রাইন।

বর্তমানে সারা বিশ্বে তথা ভারতেও পালিত হয় এই মাতৃ দিবস|আজ জগতের প্রতিটি মাকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা|মাতৃ দিবসের অনেক শুভেচ্ছা রইলো আপনাদের জন্য|ভালো থাকুন|সুস্থ থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here