অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন

197

আজ অক্ষয় তৃতীয়া পালিত হবে দেশ জুড়ে এই
অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে

শাস্ত্র মতে এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
নিয়ম অনুসারে কেদারবদ্রী-গঙ্গোত্রী-যমুনত্রীর মন্দির ছয়মাস বন্ধ থাকে। আর এইদিনেই মন্দিরের দ্বার উদঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল, ঠিক তেমনভাবেই জ্বলছে।ভগবানের মহিমার এ এক অদ্ভুত নিদর্শন|

মহাভারতে উল্লেখ আছে এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেন ও লজ্জা থেকে সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয়পাত্র দান করেন। যাতে বনবাসে তাঁদের কখনও খাদ্যাভাব না হয় আবার অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাঁকে অন্ন ভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তাঁর এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন।

অক্ষয় হোক আপনাদের সব প্রাপ্তি|সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|সুস্থ থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here