বাস্তু শাস্ত্রে গণেশ মূর্তি

170


বাস্তু শাস্ত্রে নানা রকম গণেশ মূর্তির কথা বলা হয়ে খাকে তবে আপনি যদি সঠিক নিয়ম মেনে সঠিক ভাবে গণেশ মূর্তি গৃহে স্থাপন করতে পারেন যেকোনো যন্ত্রের থেকে ভালো ফল পেতে পারেন|
বাস্তুশাস্ত্র অনুসারে, একটি সাদা রঙের গণেশ মূর্তি শান্তি ও সমৃদ্ধি আনে|জেড পাথরের সিঁদুর বর্ণের গণেশমূর্তি বেছে নেওয়া হয় দাম্পত্য সুখের জন্য|অশুভ শক্তিকে দূরে রাখে আমেথিস্ট বা নীল বর্ণের গণেশ|বেরিল নির্মিত সবুজ বর্ণের গণেশ নাম যশ ও খ্যাতি দেয়|শুধু রং নয় মূর্তির গঠন ও গুরুত্বপূর্ণ|বাম দিকে শুঁড় থাকা গণেশের মূর্তি ঘরে রাখুন। এত জলদি ফল পাবেন। ডান দিকে শুঁড় থাকা গণেশ দেরিতে প্রসন্ন হন।


গণেশ ব্রহ্মস্থানে অর্থাৎ পূর্ব অথবা উত্তর-পূর্ব কোণে রাখুন । ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম কোণে গণেশ মূর্তি রাখবেন না।কখনো একই জায়গায় দু’‌টি গণেশ মূর্তি নয় অনেকের বাড়িতে বা অফিসে দু’‌টি গণেশ মূর্তি থাকে। সাবধান‍‌, একই জায়গায় দু’‌টি গণেশ মূর্তি যেন কখনও না থাকে। বাথরুম এর কাছে গণেশ মূর্তি রাখবেননা|শোওয়ার ঘর, গ্যারেজ বা লন্ড্রি অঞ্চলে গণেশের মূর্তি রাখা উচিত নয়।


আসন্ন অক্ষয় তৃতীয়ায় গৃহে গণেশ স্থাপন করতে পারেন এই সময় অত্যন্ত শুভ|গৃহে গণেশদেব প্রতিষ্ঠিত থাকলে প্রতি বুধবার কলা, মোদক ও হলুদ ফুল নিবেদন করুন ও নিজের মনোস্কামনা জানান দ্রুত আপনার মনোস্কামনা পূর্ণ হবে|
অক্ষয় তৃতীয়া উপলক্ষে জ্যোতিষ পরামর্শ ও প্রতিকারে রয়েছে বিশেষ ছাড় রয়েছে আগ্রহীরা উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|