তন্ত্রশাস্ত্র ও বশীকরণ

335


জ্যোতিষী শ্রী অনিকেত
অনেকেই আছেন তন্ত্রে বিশ্বাস করেন তবে বশীকরণ নাম টা শুনলে কিছুটা সংশয় ও অনাস্থা প্রকাশ করেন কিন্ত অন্যদিকে তারাই আবার হিপ্নোটিজম বা মেসমারিসম নিয়ে উৎসাহী হয়ে ওঠেন |এই দ্বিচারিতার প্রধান কারন নিজের দেশের শাস্ত্রর প্রতি অনাস্থা ও বিদেশী পণ্যর প্রতি সীমাহীন আকর্ষণ|
আসলে বশীকরণ ও এক ধরণের হিপ্নোটিজম যা সৃষ্টি হয়েছে হাজার হাজার বছরের প্রাচীন মন্ত্র ও তন্ত্র শাস্ত্রর উপর ভিত্তি করে|বশীকরনের প্রধান উদ্দেশ্যই মানুষের মনের যাবতীয় অন্ধকার ও সংশয় দূর করে তার মধ্যে পসিটিভ শক্তির সঞ্চার করা ও আলোর পথে ফিরিয়ে আনা|


বশীকরণ মূলত পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে ব্যবহিত হয়|এটি একটি জটিল এবং কার্যকরী পদ্ধতি হিসেবে সর্বত্র সমাদৃত|ব্যর্থ প্রেম কে সফল করতে, প্রায় শেষ হয়ে যেতে বসা বৈবাহিক সম্পর্ক কে নতুন করে শুরু করতে বা যেকোনো ভেঙে যাওয়ার সম্পর্ককে আবার জোড়া লাগাতে বশীকরনের জুড়ি নেই|এক্ষেত্রে মোহিনী বশীকরণ পদ্ধতি ব্যবহিত হয় সব থেকে বেশি|তবে এই বশীকরণ নিয়ে আছে অনেক সংশয় অনেক ভুল ভ্রান্তি|
বশীকরণ আসলে নেগেটিভ এনার্জি কে দূর করে পসিটিভ এনার্জি ফিল্ড তৈরী করা এবং সেই এনার্জিকে একটি নিদ্দিষ্ট লক্ষ্যে চালিত করার গোপন কৌশল যা সব দেশে সব সভ্যতায় আছে ভারতীয় তন্ত্র তিব্বতি তন্ত্র সাধনা এবং রেইকি সবেতেই বশীকরণ আছে|সঠিক প্রয়োগ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে সাফল্য|


আসন্ন শুভ তিথিগুলিকে কাজের লাগান নিজের সমস্যা সমাধানের উদ্দেশ্যে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here