তন্ত্র সাধনা – দেবী নীল সরস্বতী

729

তন্ত্রে নানা বিধ দেব দেবীর পুজোর প্রচলন আছে|উপযুক্ত অমাবস্যা তিথিতে  সঠিক শাস্ত্রীয় বিধি অনুসরণ করে দেবী শক্তির আরাধনা তন্ত্র সাধকের সব আশা পূরণ করতে পারে এবং জগৎ কল্যান ঘটাতে পারে|তন্ত্রের দেব দেবীদের নিয়ে সাধান মানুষের মধ্যে অসীম কৌতূহল লক্ষ করা যায়|অনেকেই প্রশ্ন করেন দেবী নীল সরস্বতী কে এবং কি তার আধ্যাত্মিক তাৎপর্য|

অক্ষভ্য ভৈরব তারকেশ্বরনাথ পত্নী নীলবর্ণা দেবী তারা দেখতে কিছুটা কালিকার মতো হলেও অনেকটা শান্ত বলে বিবেচনা করা হয়। তিনি লোলজিহ্বা, তার গলায় সাপ, হাতে  (বাঁকানো খড়্গ , তলওয়ার, নীলোৎপল ও রক্তের পাত্র আর ব্যাঘ্রচর্ম পরিহিতা।তন্ত্রে তিনিই হলেন নীল সরস্বতী দেবী|নীল সরস্বতী দেবতা মা কালীরই রূপ তিনি মা তারা রূপে পূজিতা হন|প্রকৃত পক্ষে দেবী মাতঙ্গী স্বয়ং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ|সবই দেবী তারার আটটি রূপ বা অষ্ট তারার অন্তর্গত|

তন্ত্র সাধনা এমনই এক গুপ্ত বিদ্যা যা জগৎ কল্যাণ ও মানব কল্যাণ এক সাথে করতে পারে|সঠিক প্রয়োগ ও জ্ঞান প্রয়োজন|

আগামী ফল হারিনি অমাবস্যা অবধি চলবে তন্ত্র সাধনা নিয়ে বিস্তারিত ও ধারাবাহিক আলোচনা|
আরো বিশদে জানতে পড়তে থাকুন যুক্ত থাকুন মা মুক্তেশ্বরী মন্দিরের প্রতিটি কর্মকাণ্ডের সাথে|ভালো থাকুন|নমস্কার|