অমাবস্যা ও তন্ত্র সাধনা

301

সামনেই ফলহারিণী অমাবস্যা এই কালী পুজোর দিন মা কালী স্বয়ং তাঁর সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাঁদের অশুভ ফলও হরণ করে থাকেন। 

ফল হারিনি অমাবস্যাও তন্ত্র সাধনার শ্রেষ্ট সময় যে তন্ত্র ঈশ্বর উপাসনার একটি পথবিশেষ|প্রাচীন তন্ত্র শাস্ত্রর ব্যাখ্যা অনুসারে শিব ও মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলিকে তন্ত্র সাধনা বলা হয় যা সাধকের মুক্তি ও জগৎ কল্যানে ব্যবহার হয়|

কার্তিক মাসে যে দক্ষিণা কালীর পুজো হয়, তাতে ভক্তদের সার্বিক কল্যাণ হয়। আর ফলহারিণী কালী পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম-প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখশান্তি লাভ হয়।

তন্ত্রশাস্ত্র অনুযায়ী, এই মহাবিশ্ব হল শিব ও মহাশক্তির দিব্যলীলা। তন্ত্রে যেসব ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতি-নীতির বর্ণনা রয়েছে তার উদ্দেশ্যই হল মানুষকে অজ্ঞানতা ও পুনর্জন্মের হাত থেকে মুক্তি দেওয়া।

তন্ত্র এমনই একটি শাস্ত্র যার মাধ্যমে নিজেকে অনুসন্ধান করা যায়। নিজের অন্তরের ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় এবং জীবনের জাগতিক বাঁধা দূর করে অশুভ শক্তি গ্রহগত কুপ্রভাব দূর করে সার্বিক সাফল্য লাভ করা যায়|

তন্ত্র সাধনায় তিথি খুব গুরুত্বপূর্ণ তাই তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন।মুক্তেশ্বরী মায়ের মন্দিরে প্রতি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়ে থাকে আগামী ফল হারিনি অমাবস্যাতেও ধারাবাহিকতা বজায় থাকবে|

জটিল তান্ত্রিক উপাচার ও হোম যজ্ঞ একজন অভিজ্ঞ ব্যাক্তিই করতে পারেন তবে কিছু সহজ টিপস মেনে আপনারাও আসন্ন ফল হারিনি অমাবস্যায় শুভ ফল লাভ করতে পারেন প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে|

তন্ত্র, অমাবস্যা এবং ফল হারিনি অমাবস্যা নিয়ে আবার ফিরে আসবো আগামী পর্বে সাথে থাকবে একটি ফ্রি টোটকা|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here