তুলসীদাসের দেয়া তথ্য ও সনাতন ধর্ম শাস্ত্র মতে আজ রাম নবমী,শাস্ত্র অনুসারে তার কর্কট লগ্ন ও কর্কট রাশি ছিলো, এবং অভিজিৎ মুহূর্তে তিনি জন্মে ছিলেন|
ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন এবং তার মূল উদ্দেশ্য ছিলো অধর্ম কে পরাজিত করে ধর্মকে স্থাপন করা|তার জন্মদিন পালনের প্রধান উদ্দেশ্যও তাই রাম নবমী পালনের মধ্যে দিয়ে আজ মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অর্ধমকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়।
আজ রাম নবমী উপলক্ষে সূর্য দেবের পূজাও হয়,
আজ হিন্দুদের আদি দেবতা সূর্য দেবকে জল প্রদান করে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে|
বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে ত্রেতা যুগে রাম জণ্মেছিলেন ভগবান বিষ্ণুর অবতার হয়ে|
আজ যুদ্ধ বিদ্ধস্ত এই সময়ে আমরা সবাই আজ ভগবানের কাছে প্রার্থনা করতে পারি দ্রুত যেনো গোটা বিশ্ব এই দুঃসময় কাটিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের আশা রাখতে হবে ভগবানের উপর, শ্রীরামের উপর|তিনি নিশ্চই আমাদের পথ দেখবেন|আপনাদের সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার|