জ্যোতিষ শাস্ত্র ও দেবাদিদেব মহাদেব

178

চলছে চৈত্র মাস, আর কিছুদিন পরই বাংলা নববর্ষ বরণ হবে যা আবার নীল ষষ্ঠীর আগমন হিসেবেও পালিত হয় গ্রাম বাংলায়|এই নীল আসলে শিবের ই একটি রূপ যে শিবের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের|

রুদ্রাক্ষ শিবের অংশ এবং তার অত্যন্ত প্ৰিয় বস্তু|জ্যোতিষ শাস্ত্র অনুসারে যারা প্রতিকার হিসেবে রুদ্রাক্ষ ধারন করতে চান বা বাস্তু সংস্কারে গৃহে রুদ্রাক্ষ স্থাপন করতে চান অথবা শিব লিঙ্গে রুদ্রাক্ষ অর্পন করতে চান এই চৈত্র মাস এবং নীল ষষ্ঠীর সময় তাদের জন্যে শ্রেষ্ঠ সময়|

শিব ও মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলি তন্ত্র শাস্ত্রের অন্তরভুক্ত। তন্ত্রশাস্ত্র অনুযায়ী, এই মহাবিশ্ব হল শিব ও মহাশক্তির দিব্যলীলা। তাই জ্যোতিষ শাস্ত্রে দেবাদিদেব মহাদেবে ও মহাদেবকে উৎসর্গ করা এই  মাসের গুরুত্ব অপরিসীম|

শাস্ত্র মতে হোম যজ্ঞ ও বিশেষ পূজা পাঠের মাধ্যমে  গ্রহ দোষ খণ্ডনের ক্ষেত্রে চৈত্র মাসের এই অমাবস্যা অতি উত্তম সময়|

আবার রাশি সাপেক্ষেও দেবাদিদেবমহাদেবের সাথে জ্যোতিষ শাস্ত্রের সম্পর্ক রয়েছে|এক একটি রাশির জাতক জাতিকারা এই শ মাসে মহাদেবের কৃপা লাভ করে জীবনের বিশেষ কিছু দিকে ভালো ফল পেতে পারেনকিভাবে মহাদেবের কৃপা পাওয়া সম্ভব তার জন্য পেশাদার জ্যোতিষ পরামর্শ নেয়া দরকার|

ভালো থাকুন |প্রয়োজনে যোগাযোগ করুন|নমস্কার|