জ্যোতিষ শাস্ত্রের সাথে জীবনের বিভিন্ন সমস্যা কিভাবে সম্পর্কযুক্ত তা নিয়ে ধারাবাহিক আলোচনা করছি এই লেখালেখির মাধ্যমে আজ আলোচনা জ্যোতিষ শাস্ত্র ও অমাবস্যার সম্পর্ক নিয়ে|
ভারতীয় জ্যোতিষের আধ্যাত্বিকতার সম্পর্ক অতি প্রাচীন ও গভীর কারন আমাদের শাস্ত্রে প্রতিটি মহাজাগতিক ঘটনার সাথে জড়িয়ে আছে শাস্ত্রীয় এবং পৌরাণিক ব্যাখ্যা|এমনই একটি মহাজাগতিক ঘটনা হলো অমাবস্যা|
জ্যোতির্বিদ্যা অনুসারে, অমাবস্যা হচ্ছে চন্দ্রকলার প্রথম ধাপ। এটি মূলত সেই সময় যখন চাঁদ ও সূর্য একই বরাবর থাকে|ফলে, পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না|শাস্ত্র মতে এই অমাবস্যা প্রভাবিত করে আমাদের জীবনকে|
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র হচ্ছে মন, মানসিকতা এবং মাতার কারক গ্রহ তাই স্বাভাবিক ভাবেই চন্দ্রর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম|অমাবস্যা তাই সরাসরি আমাদের জীবনের সাথে সার্বিক ভাবে গভীর সম্পর্ক যুক্ত|
জ্যোতিষ এবং তন্ত্রের জগতে অমাবস্যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ তিথি তাই বিশেষ পূজা, শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ ও যজ্ঞ আহুতির দ্বারা আমরা এই অমাবস্যা পালন করে থাকি|অমাবস্যা তিথিতে গ্রহন করা প্রতিকার অনেক দ্রুত ও বেশি কার্যকর হয়|
আপনারা জানেন আগামী 31 মার্চ এমনই এক অমাবস্যা তিথি|ঐদিন সকল রীতি নীতি মেনে নিষ্ঠা সহকারে মুক্তেশ্বরী মায়ের মন্দিরে, বিশেষ পুজো ও হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে|যেকোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যা ও তন্ত্র মতে সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|