জ্যোতিষ শাস্ত্র ও ব্যবসা

241

এমন অনেক জাতক জাতিকা আছেন যাদের জন্মছক অনুসারে চাকরির তুলনায় ব্যবসায় সাফল্যর সম্ভবনা অনেক বেশি থাকে, কিন্তু প্রত্যাশা মতো আসেনা, এর কারন গ্রহের কারকতা অনুসারে ও সঞ্চার মাথায় রেখে যদি ব্যবসা করা যায় তবেই আসে নিশ্চিত সাফল্য|আসুন জেনে নিই গ্রহ অনুসারে কোন ব্যবসায় সাফল্য আসতে পারে|

রবির প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল, সরকারি কন্ট্রাক্ট, শষ্যজাতীয়, মুক্তো, সোনা, রেশম, কোনও কঠিন বস্তু, ওষুধের ব্যবসা, কেশর, সর্ষে, কম্বল, ঠিকাদার বা প্রোমোটারদের ব্যবহার্য দ্রব্য, কাঠ, কাচ ইত্যাদি।

চন্দ্র শিল্প সাহিত্য ও জল জাতীয় পদার্থর ব্যাবসার কারক গ্রহ এবং ব্যবসা করার মানসিক শক্তি যোগায়|

মঙ্গলের প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল ডিফেন্স প্রোডাক্ট, খেলার সামগ্রী,গুড়, চিনি, মিছরি, লাল ও ঘন লাল রঙের দ্রব্য, তামা, রত্ন, মসুর ডাল, ধাতু ও ধাতব পদার্থ, আগ্নেয়াস্ত্র, কফি, চা, কোকো, লোহা, ইট, সিমেন্ট, শেয়ার, বৈদ্যুতিক দ্রব্য ইত্যাদি।

শুক্রের দ্রব্যগুলি হল, বিউটি প্রোডাক্ট,সুগন্ধী বস্তু, সুতির বস্ত্র, হীরা, কোনও দামী রত্ন, হীরের গহনা, প্ল্যাটিনামের গয়না, গৃহসজ্জার দ্রব্য, জায়ফল, জয়ত্রী, ত্রিফলা, ছাতা, সুন্দর ও আকর্ষক রঙিন পোশাক, ফিল্ম, ফোটোগ্রাফির দ্রব্য প্রভৃতি।

বুধের প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল পড়াশোনার সামগ্রী,তৈল্যবীজ, সবুজ রঙের বস্ত্র, মটর, সবুজবর্ণের দ্রব্য, পত্রিকা, পত্রিকা/কাগজ/প্রকাশনা সংস্থার শেয়ার ইত্যাদি।

বৃহস্পতির দ্রব্যগুলি হল হলুদ, মোম, সৈন্ধব লবণ, সর্ষে, গম, যব, আখ, কর্পূর, আখ ইত্যাদি।

রাহু ও কেতুর প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি  হল লটারী, শেয়ার, গোমেদ, পুরনো ও দুর্লভ দ্রব্য, লোহা, চামড়ার দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য, যন্ত্রাংশের ব্যবসা প্রভৃতি।

শনির প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল, কালো রঙের বস্তু, কাঁচা লোহা, নীল রঙের বস্তু, কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কালো ছোলা, মটর, কৃষ্ণ তেল, তিল, কম্বল, উল, পুরনো কাঠ, কয়লা, সিমেণ্ট প্রভৃতি।

কোন ব্যাবসা আপনার জন্যে ভালো তা সঠিক ভাবে জানতে জন্মছক বিচার প্রয়োজন জানা দরকার দশম ভাবের অবস্থা কি, একাদশ পতি ও নবম পতি কোন দিকে ইঙ্গিত করছে এবং সর্বোপরি গ্রহের সঞ্চার জেনে বিনিয়োগ করা দরকার|দরকার হলে যোগাযোগ করুন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here