হ্যাপ্পি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি ডে

201

আজ 20 এ মার্চ, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইন্টার ন্যাশনাল ওয়ার্ল্ড অস্ট্রোলোজি ডে| আজকের দিনটা জ্যোতিষ পেশা কে উৎসর্গ করা হয়েছে, প্রত্যেক জ্যোতিষী , জ্যোতিষ প্রেমী ও জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী মানুষের কাছে আজকের দিনটা বিশেষ দিন|

জ্যোতিষ শাস্ত্র হাজার বছরের একটি প্রাচীন বিষয়|ইতিহাস দেখতে ঘাঁটতে বসলে দেখা যাবে পৃথিবীর প্রায় সব উন্নত সভ্যতায় জ্যোতিষ চর্চা ছিলো সে প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে, ব্যাবিলনীয়, সভ্যতা কিংবা মায়া সভ্যতা থেকে আমাদের প্রাচীনতম বৈদিক সভ্যতা|জ্যোতিষ সর্বত্র স্বমহিমায় বিরাজমান|এর কারন খুব সহজ করে বলতে গেলে মানুষ বরাবরই তার ভবিষ্যতকে নিয়ে আগ্রহী|আর ভবিষ্যত বলতে পারে একমাত্র জ্যোতিষ শাস্ত্র|বিভিন্ন দেশের জ্যোতিষ শাস্ত্রের মধ্যে মৌলিক কিছু পার্থক্য থাকলেও ব্যবহারিক দিক থেকে জ্যোতিষ জ্যোতিষ শাস্ত্রের মুল কথা প্রায় একই তা হলো মানুষের জীবনে গ্রহ নক্ষত্রর প্রভাব নির্ণয় করা এবং ভবিষ্যত এর দিশা দেখানো আর সঠিক প্রতিকার প্রদান করে জীবনের চলার পথকে সহজ করে তোলা|

এই মহান বিষয়কে উদযাপন করতে শুরু হয় এই বিশেষ দিনটিপলনে করার রীতি শুরুটা হয়েছিলো 1993 সালে, Association for Astrological Networking বা সংক্ষেপে AAN প্রথম পালন করেছিলো এই আন্তর্জাতিক জ্যোতিষ দিবস পালন তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা, এখন তো প্রায় সব দেশেই পালিত হয়, যদিও কখনো 21 এ মার্চ আবার কখনো 20 এ মার্চ, আসলে 19 থেকে 22 e মার্চের মধ্যে থাকে দিনটা এবং তা স্থির হয় রাশি চক্রের সূচনা অনুসারে |

দিন টা যে তারিখেই হোক, তা জ্যোতিষ শাস্ত্রের দিন, আমার দিন,  কারন আমি গর্বিত আমি জ্যোতিষী, এই মহান পেশায় থাকতে পেরে আমি ধন্য|সব জ্যোতিষী ও জ্যোতিষ প্রেমী মানুষ দের জানাই আন্তর্জাতিক বিশ্ব জ্যোতিষ দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সবাইকে|জ্যোতিষ শাস্ত্রে আস্থা রাখুন|ভালো থাকুন|নমস্কার|