আজ অর্থাৎ 18 ই মার্চ পালন হবে দোল পূর্ণিমা মানে রাধা কৃষ্ণের প্রেমলীলা কে উদযাপন করবো আমরা আর তারপর দিন অর্থাৎ 19 এ মার্চ দেশ জুড়ে পালিত হবে হোলি যাকিনা বিষ্ণুর নৃসিংহ অবতারের সময়ে প্রল্ল্হাদ কে হত্যা করতে আসা রাক্ষসী দহনের দিন|দোল বলুন বা হোলি উৎসবটা ধর্মীয় এবং সামাজিক তো বটেই, তবে প্রেক্ষাপট কিছুটা আলাদা|
পুরানে দোল সম্পর্কে আরো একটি ব্যাখ্যা আছে
মনে করা হয় বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও আছে। অন্যায়কারী, অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে রং নিয়ে মেতে ওঠেন আনন্দ উৎসবে|
আবার বৈষ্ণব ধর্মে দিনটির অন্য মহাত্ম রয়েছে, এমনই এক দোল পূর্ণিমা তিথীতে জন্মে ছিলেন মহা প্রভু শ্রী চৈতন্য|তার জন্ম তিথি হিসেবে ইস্কন এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজ এই দিন টা পালন করে, কীর্তন হয়, বিশেষ পূজা হয় আর হয় মহা মন্ত্র জপ|
বাঙালির সব উৎসবের সাথেই কোনো না কোনো ভাবে জড়িয়ে যান কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এই দোল যাত্রা তার ছোয়ায় পেয়েছে নতুন মাত্রা, শাম্তি নিকেতনে গুরুদেবের দেখানো পথে আজ পালিত হয় বসন্ত উৎসব, সেও এক প্রেমের উৎসব, নতুন কে বরণ করে নেয়ার উৎসব|
আমাদের জ্যোতিষ শাস্ত্রে রং খুব গুরুত্বপূর্ণ বিষয় কারন প্রতিটি গ্রহের রয়েছে নিজস্ব রং আবার প্রতিকার হিসেবে যে রত্ন ধারন করা হয় তাও রং দেখে নির্বাচিত হয়|শুধু তাই নয় দোল পূর্ণিমা শাস্ত্র মতে জ্যোতিষ পরামর্শ ও প্রতিকার গ্রহণের জন্য অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়|
আজ ভগবানের পায়ে আবির দিন পালন করুন দোল পূর্ণিমা, মেতে উঠুন হোলির আনন্দে তবে নিরাপদে, স্বাস্থ সংক্রান্ত বিধি নিষেধ মাথায় রেখে|দোল যাত্রার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো|ভালো থাকুন|শুভ দোল পূর্ণিমা|নমস্কার|