বিবাহ সবথেকে গুরুত্বপূর্ণ ও পবিত্র সম্পর্ক গুলির মধ্যে একটি, বিবাহ বিচ্ছেদ মানেই একটি স্বপ্ন শেষ হয়ে যাওয়|জ্যোতিষ শাস্ত্র পারে এই বিচ্ছেদ আটকাতে অথবা আগে থেকে সতর্ক করতে|বিবাহ বিচ্ছেদের সাথে গ্রহ নক্ষত্রর সম্পর্ক নিয়ে আজকের লেখা|
বিবাহের ক্ষেত্রে ক্ষতিকর গ্রহ, বিশেষত মঙ্গল, রাহু, শনি এবং সূর্য বিচ্ছেদ মূলক চরিত্রের হয়। তাই এই গ্রহ গুলি কুন্ডলীতে বিবাহ বিচ্ছেদের অনুঘটকের ন্যায় কাজ করে। এগুলো ছাড়া আরও দুটি গ্রহও সমান গুরুত্বপূর্ণ। ক্ষতিকর প্রভাব থাকা সত্বেও বিবাহ বিচ্ছেদ এড়ানোর ক্ষেত্রে খুব কার্যকরী। প্রেম, ভালোবাসা, বিবাহ ও যৌন জীবনের ক্ষেত্রে প্রধান গ্রহ হল শুক্র। পুরুষদের কুষ্টির ক্ষেত্রে এটি স্ত্রীকেও সূচিত করে, সুতরাং শুক্র যদি পীড়িত, দুর্বল বা অবনতিশীল হয় তবে তা বৈবাহিক অস্থিরতার লক্ষণ। মহিলাদের কুষ্টির ক্ষেত্রে বৃহস্পতি স্বামীকে সূচিত করে। সুতরাং বৃহস্পতি যদি দুর্বল বা পীড়িত হয় তবে তা স্বামীর দিক থেকে দুঃখের লক্ষণ।
জ্যোতিষ শাস্ত্রে বৈবাহিক স্থিরতা ও অস্থিরতা এবং বিবাহ বিচ্ছেদের বিচারের জন্য প্রধান স্থান হল ৪র্থ,৭ম, ৮ম এবং ১২তম স্থান
৭ম স্থান হল বিবাহের প্রধান স্থান। এটা শুধু বিবাহের ক্ষেত্রে না হয়ে সবধরণের সম্পর্কের ক্ষেত্রেও কার্যকরী। সুতরাং যখন ৭ম স্থান পীড়িত হয় ও তার মালিক দুর্বল হয় তাহলে এটা বোঝায় যে সেই ব্যক্তির ভাগ্যে সুখী বৈবাহিক জীবন থাকেনা। যদি সেখানে কোনো প্রতিরোধক না থাকে তবে সে বিবাহ নিয়ে ভুক্তভোগী হবে|
আরো অনেক কারন থাকতে পারে যা নিয়ে আবার অন্য কোনো পর্বে আলোচনা করবো,
তবে হতাশ হওয়ার কোনো কারন নেই, সমস্যা থাকলে সমাধান থাকবেই|প্রেম, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ে যেকোনো সমস্যা নিয়ে আসতে পারেন অনলাইন অথবা চেম্বারে |আমি আছি আপনাদের পাশে|ভালো থাকুন|নমস্কার|