জ্যোতিষ শাস্ত্র ও পেশা

271

জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহের অবস্থান অনুসারে সঠিক পেশায় থাকলে সাফল্য আসবেই, তবে জেনে নিতে হবে  কোন কোন গ্রহের প্রভাবে কি কি কাজে যুক্ত থাকলে সাফল্য আসে|

রবি গ্রহের প্রভাবে চলচ্চিত্র পরিচালক ও চিকিৎসক, সরকারি চাকরি, বেসরকারি উচ্চ পদ, হওয়ার সম্ভবনা।

চন্দ্র গ্রহের প্রভাবে অভিনয়, কৃষি, সম্পাদক, চিত্রশিল্পী, সেলসম্যান, নাবিক, টুরিস্ট গাইড, ক্যাটারার,  ইত্যাদি।

শনি গ্রহের প্রভাবে কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, রাজনীতিবিদ, জ্যোতিষী, পূজাপাঠ, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, সেক্রেটারি ইত্যাদি।

শুক্র গ্রহের প্রভাবে কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সঙ্গীত, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসা, ফলিত বিজ্ঞান, সরকারি কাজ ইত্যাদি।

বৃহস্পতি গ্রহের প্রভাবে অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পূজাপাঠ, বিচারক ইত্যাদি। আসলে এর প্রভাবে যে কোনও কাজেই এরা কৃতকার্য হতে পারে।

বুধ  গ্রহের প্রভাবে লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, সাংবাদিকতা, আয়কর দফতর, বাদ্যকার, জীবনবীমা, ডাক বিভাগ ইত্যাদি।

মঙ্গল গ্রহের প্রভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্ক যুক্ত কাজ, পুলিশ, গৃহনির্মাণ, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ  ইত্যাদি।

রবি গ্রহের প্রভাবে চলচ্চিত্র পরিচালক ও চিকিৎসক, সরকারি চাকরি, বেসরকারি উচ্চ পদ, হওয়ার সম্ভবনা।

চন্দ্র গ্রহের প্রভাবে অভিনয়, কৃষি, সম্পাদক, চিত্রশিল্পী, সেলসম্যান, নাবিক, টুরিস্ট গাইড, ক্যাটারার,  ইত্যাদি।

কেতু  গ্রহের প্রভাবে নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক, কীর্তনিয়া, স্টিল, নার্সিং, কালোবাজারি, পোলট্রি, গুপ্তচর, কাস্টমস, ফোটোগ্রাফি  ইত্যাদি।

রাহু গ্রহের প্রভাবে ব্যাঙ্ক, আমদানি-রপ্তানি, বিদ্যুৎ, ইলেকট্রিক ইঞ্জিয়ার, রেডিও, শিক্ষক, শিল্প- বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, লটারি ব্যাবসা, কাঁসা- পিতল,  ইত্যাদি।

গ্রহের কারকতা ও নক্ষত্রর অবস্থান অনুসারে পেশা নির্বাচন করলে সাফল্য আসবেই|যদি সঠিক পেশা নির্বাচন না হয় বা পেশাগত ক্ষেত্রে সমস্যা আসে সঠিক ভাগ্য বিচার ও প্রতিকার আছে তার জন্যে|প্রয়োজনে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here