195

জ্যোতিষ শাস্ত্র ও সরকারী  চাকরি


জীবনের প্রতিটি সমস্যার সাথে সম্পর্ক রয়েছে জ্যোতিষ শাস্ত্রের তার একেকটি নিয়ে লিখছি একেকটি পর্বে যারা সরকারী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা দীর্ঘ দিন ধরে পরীক্ষা দিচ্ছেন কিন্তু, বহু চেষ্টা করার পরও যদি সফল না হন, এই পর্ব তাদের জন্য|

সরকারী চাকরির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ হলো রবি তাই জ্যোতিষীর পরামর্শ নিয়ে রবির রত্ন চুনী ধারন করুন  নিশ্চিত ভাবে সাফল্য আসবে|তবে দশম ও একাদশ ভাবের এবং নবম ভাবের সঠিক বিচার প্রয়োজন|

গৃহ মন্দিরে একটি সান স্টোন নির্মিত শিব লিঙ্গ রাখুন এবং প্রতি সোমবার  একটি শিবলিঙ্গে জল ঢেলে ভগবান শিবের পূজা করুন। এছাড়াও একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে কয়েকটি আতপ চাল দিন। এই দুধ শিবলিঙ্গের মাথায় ঢেলে পুজো করুন। এটি করলে আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।

সরকারী চাকরি পাওয়ার ক্ষেত্রে ভগবান হনুমানের  পুজো করলে উপকার পাবেন। সপ্তাহের প্রতি মঙ্গলবার মন্দিরে গিয়ে  গোলাপ ও সিঁদুর দিয়ে ভগবান হনুমানের পুজো করুন। অবশ্যই হনুমান চাল্লিশা  পাঠ করুন এবং গৃহ মন্দিরে হনুমান যন্ত্র স্থাপন করুন এতে সরকারি চাকরির যোগ বাড়বে।

সরকারী চাকরি পেতে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন। গ্রহ রাজের মন্দিরে তিল ও সর্ষের তেল অর্পন করুন  এবং একটি হাকিক অথবা একটি ফিরোজা রত্ন ধারণ করুন  সাফল্য আসবেই|
 
নিখুঁত ভাগ্য বিচার সঠিক প্রতিকার ও পরামর্শর জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে এবং অনলাইনেই বা চেম্বারে দেখাতে পারেন নিজের জন্ম ছক|ভালো থাকুন|নমস্কার|