আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা

237

আমাদের শাস্ত্র বিশেষ তন্ত্র নারী শক্তিকে কেন্দ্র করে অবর্তিত হয় এই উদযাপন করার দিন আজ|
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। সেই তালিকায় রয়েছে আমাদের দেশ ভারতও।

ইতিহাস ঘাটলে দেখা যাবে, ১৯০৯-এর ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার এই দিবস উদযাপিত হয়েছিল তার আগের বছর  ৮ মার্চ ইউরোপের মহিলারা শান্তিরক্ষা কমিটির কর্মীদের সমর্থনে এক সমাবেশের আয়োজন করেন, পরবর্তীতে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ ই মার্চ নারী দিবসউদযাপন শুরু করে। সেই শুরু তারপর থেকে প্রতিবছর এই বিশেষ দিনে বিশ্ব জুড়ে এক সাথে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস|

বিশ্বজুড়ে লিঙ্গ সাম্যের উদ্দেশ্যে কাজের জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়।আন্তর্জাতিক নারী দিবসের দিন, অনেক দেশেই সমস্ত মেয়েকে বাড়িতে বা অফিসে বিশেষ উপহার দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় গোলাপ, উপহার এবং চকোলেট। অনেক অফিস পার্টিও দিয়ে থাকে। কিছু অফিসে এই দিন হাফ ডে ছুটিও থাকে মহিলা কর্মীদের।

আসল উদ্দেশ্য নারীদের একটি বিশেষ দিনে বিশেষ ভাবে, শ্রদ্ধা জানানো, আজ নারীদের উৎসর্গ করা এই বিশেষ দিনে দেশের প্রতিটি নারী কে জানাই আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন|নারী শক্তির জয় হোক|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here