এবছর 2 রা মার্চ দেশ জুড়ে পালিত হবে মহা শিব রাত্রি,তার পরদিন থাকছে অমাবস্যা তিথি কেনো দিনে নয় কেবল মাত্র রাতেই পালিত হয় এই তিথীতে শিবআরাধনা তারও সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে|ভগবান শিব তমোগুণ সম্পন্ন। সুতরাং তমোময়ী রাত্রি শিবের পছন্দ। রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ সম্পুর্ন রূপে ক্ষীণ থাকে। জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায় আর এর পরই আবার নতুন করে সৃষ্টি হয় সব কিছু তাই ওই রাতকেই বেছে নেয়া হয়েছে শিব রাত্রি হিসেবে|
শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি।পৌরানিক মতে এই তিথীতে অসীম অনন্ত আদি শিব লিঙ্গের প্রকট হওয়ার দিন আবার এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। এটা ভগবান শিবের আরাধনায় রাত্রি যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়|
এই শিব রাত্রি যেমন আধ্যাত্মিক জগতে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি তিথি তেমনই জ্যোতিষ জগতেও শিব রাত্রির গুরুত্ব অপরিসীম|এই সময়ে বিশেষ উপায়ে রুদ্রাক্ষ পূজন ও অভিষেকের মাধ্যমে তা ধারন করলে কেটে যায় অনেক গ্রহ গত কু প্রভাব, আবার এই তিথিতে শাস্ত্র মতে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমে সুসাস্থ ছাড়াও আর্থিক সমৃদ্ধি ও সাংসারিক সুখ ও লাভ করা যায়|
শিব রাত্রির এই পুন্য তিথীতে, আমার গৃহ মন্দিরে বিশেষ পুজো ও হোম যজ্ঞর আয়োজন করা হয়েছে, শাস্ত্র মতে রুদ্রাক্ষ পুজো হবে এবং মহা মৃত্যুঞ্জয় যজ্ঞও অনুষ্টিত হবে|গ্রহ দোষ খণ্ডন হবে শাস্ত্র মতে|আপনারা চাইলে এই বিশেষ পূজায় অংশগ্রহণ করে শিব কৃপা লাভ করতে পারেন এবং পূজা শেষে বিশেষ ভাবে শোধন করা অভিষিক্ত রুদ্রাক্ষ সংগ্রহ করতে ও তার পাশাপাশি অভিমন্ত্রীত মহা মৃত্যুঞ্জয় কবচ ও গ্রহন করতে পারেন|সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন|জ্যোতিষী শ্রী অনিকেত সর্বদা আপনাদের পাশে আছে|ওঁম নমঃ শিবায়ঃ|